লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনালের আগে পুরনো ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদকে নিয়ে কিছু কথা বলেছিলেন রিয়াল মাদ্রিদের গোলরক্ষক থিবো কর্তোয়া। আর এতেই চটে গেছেন অ্যাথলেটিকো সভাপতি। তার নির্দেশে ক্লাবের আঙ্গিনা থেকে অপসারণ করা হলো কর্তোয়ার ফলক।
২০১৪ সালের চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়ালের কাছেই হেরেছিল অ্যাথলেটিকো মাদ্রিদ। সেই ম্যাচে গোল হজম করেছিলেন স্বয়ং কর্তোয়া। এবারও ফাইনালের আগে সেই স্মৃতি কর্তোয়াকে মনে করিয়ে দেন সাংবাদিকরা। জবাবে পুরনো ক্লাবকে হেয় করে কথা বলেছিলেন বেলজিয়ান গোলরক্ষক।
কর্তোয়া বলেছিলেন যে, আগের ফাইনালের কথা মনে করতে চান না। তিনি এখন ইতিহাসের অন্যতম সেরা ক্লাবে রয়েছেন। এই কথা কানে যেতেই ক্ষোভে ফেটে পড়েছেন অ্যাথলেটিকোর সভাপতি এনরিকে সেরেজো। তিনি অ্যাথলেটিকো ভক্তদের আহবান করেন কর্তোয়ার ফলকটি সরিয়ে ফেলার জন্য।
সোমবার (৩০ মে) সেরেজো ঘোষণা করেন, ‘আপনি যদি কর্তোয়ার ফলকটি সরাতে চান, তবে একটি কুড়াল এবং বেলচা নিয়ে যান। এটি চিরতরে সরিয়ে ফেলুন।’ সভাপতির আহবানে সাড়া দিয়ে কিছু ভক্ত ওয়ান্ডা মেট্রোপলিটানোর চত্বর থেকে বেলজিয়ানের ফলকটি অপসারণ করে ফেলে।
অ্যাথলেটিকো মাদ্রিদের ইতিহাসে কিংবদন্তি হিসাবে বিবেচিত খেলোয়াড়দের মধ্যে কর্তোয়া একজন। লাল-সাদা জার্সিধারীদের হয়ে একশো’র বেশি ম্যাচ খেলছেন তিনি। আর একশোর বেশি ম্যাচ খেলা খেলোয়াড়দের সম্মান জানাতে ক্লাব চত্বরে একটি করে বিশেষ ফলক রাখে কর্তৃপক্ষ।
২০১১ থেকে ২০১৪ সাল পর্যন্ত অ্যাথলেটিকো মাদ্রিদের হয়ে ১৫৪ ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়ান কর্তোয়া। তাতে মোট সেভ করেছেন ১২৫টি। গোল হজম করেছেন ৭৬টি। ক্লাবটির হয়ে জিতেছেন একটি করে লা লিগা, স্প্যানিশ কাপ ও উয়েফা সুপার কাপ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি