পিএফএ’র বর্ষসেরা ফুটবলার মোহাম্মদ সালাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৫৩ পিএম, ৩০ মে ২০২২
পিএফএ’র বর্ষসেরা ফুটবলার মোহাম্মদ সালাহ

ফাইল ফটো

২০২১-২২ মৌসুমের প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরা ফুটবলারের পুরস্কার জিতেছেন লিভারপুল ফরোয়ার্ড মোহাম্মদ সালাহ। ইংলিশ প্রিমিয়ার লিগে সদ্য শেষ হওয়া মৌসুমে সালাহ’র পা থেকে এসেছে ২৩টি গোল। যদিও মাত্র এক পয়েন্ট পিছিয়ে থেকে ম্যানচেস্টার সিটির কাছে শিরোপা খুঁইয়েছে তার দল লিভারপুল।

সোমবার (৩০ মে) প্রোফেশনাল ফুটবলার্স অ্যাসোসিয়েশনের (পিএফএ) তাদের বর্ষসেরা ফুটবলারদের তালিকা প্রকাশ করেছে।

সালাহ লিভারপুলের হয়ে আরেকটি উত্তেজনাপূর্ণ মৌসুম কাটিয়েছেন। সব প্রতিযোগিতায় ৩১টি গোল করেছেন এবং ১৬টি সহায়তা দিয়েছেন। এছাড়া ইংলিশ প্রিমিয়ার লিগের ৩৫ ম্যাচে তার পা থেকে এসেছে ২৩ গোল।

মোহাম্মদ সালাহ’র দল লিভারপুর প্রিমিয়ার লিগে হেরে গেলেও সতীর্থ ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, কেভিন ডি ব্রুইন, ফিল ফোডেন, ডেক্লান রাইস এবং কনর গ্যালাঘেরকে পরাজিত করে এবারের মৌসুমে পিএফএ’র বর্ষসেরা খেলোয়াড় নির্বাচিত হলেন।

২০১৭-১৮ মৌসুমেও প্রফেশনাল ফুটবলার অ্যাসোসিয়েশনের (পিএফএ) বর্ষসেরার পুরস্কার জিতেছিলেন লিভারপুলের মিশরীয় এ ফরোয়ার্ড। ২০১৪ সালে লুইস সুয়ারেজের পর লিভারপুলের কোনো ফুটবলার প্রথম এ পুরস্কার জিতেছিলেন।

সেইবার শীর্ষে থাকার দৌড়ে ম্যানসিটির কেভিন ডি ব্রুইনে, টটেনহামের হ্যারি কেইন, ম্যানসিটির লিরোই সেইন, ডেভিড সিলভা ও ম্যানচেস্টার ইউনাইটেডের ডেভিড ডি গিয়াকে পেছনে ফেলেছিলেন তিনি।

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুল-মাদ্রিদ ম্যাচ: নতুন করে লেখা হলো যেসব রেকর্ড

লিভারপুল-মাদ্রিদ ম্যাচ: নতুন করে লেখা হলো যেসব রেকর্ড

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

ইউরোপ কাঁপানো সর্বোচ্চ গোলদাতা যারা

ইউরোপ কাঁপানো সর্বোচ্চ গোলদাতা যারা

সালাহ’র মুখে লেজার মেরে জরিমানার কবলে সেনেগাল

সালাহ’র মুখে লেজার মেরে জরিমানার কবলে সেনেগাল