ইউরোপের শীর্ষ লিগগুলোর পর্দা নেমেছে। ক্লাবগুলো এখন গ্রীষ্মকালীন দলবদলে নিজেদের পরিকল্পনা নিয়ে ব্যস্ত। নতুন খেলোয়াড় কেনা ও বিক্রি করে দেওয়াসহ নানা পরিকল্পনা সাজাতে হিমশিম খাচ্ছে ইউরোপী ফুটবল ক্লাবগুলো।
ইউরোপিয়ান ফুটবলে দলবদলের সময়ে নানা গুঞ্জন ছড়ায়। গণমাধ্যমের প্রকাশিত নানা প্রতিবেদনের মাঝে গুঞ্জনও বেশ সমালোচিত হয়ে উঠে। গ্রীষ্মকালীন দলবদলে ক্লাবগুলোর সম্ভাব্য পরিকল্পনা পাঠকদের জন্য তুলে ধরা হলো-
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে হেরে যাওয়ার পর আরও একটি দুঃসংবাদ শুনতে হয়েছে লিভারপুল সমর্থকদের। অলরেডেদের সেনেগাল স্ট্রাইকার সাদিও মানে ক্লাব ছাড়ার ঘোষণা দিয়েছেন।
মানেকে দলে ভেড়াতে এগিয়ে রয়েছে জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ। মানের জন্য তারা ৩৪ মিলিয়ন দর ঠিক করেছে বলে জানাচ্ছে ইউরোপিয়ান সংবাদ মাধ্যমগুলোতে।
অন্যদিকে, লিভারপুল মানের বিকল্প হিসেবে বার্সেলোনার ফরাসি ফুটবলার ওসমান দেম্বেলেকে দলে ভেড়াতে চাইছে। তবে দেম্বেলেকে সহজে পাবে না তারা। কারণ, দেম্বলেকে কেনার জন্য চেলসিও দৌড়ে রয়েছে। তবে বার্সেলোনা দেম্বেলের সাথে চুক্তি নবায়ন করার সর্বোচ্চ চেষ্টা করছে।
ম্যানসিটিতে আর মন বসছে না ব্রাজিলিয়ান ফুটবলার গ্যাব্রিয়েল জেসুসের। যেকোনো মূল্যে ইতিহাদ ছাড়তে চান তিনি। ব্রাজিল থেকে ফেরার পরই যত দ্রুত সম্ভব এর একটা সমাধান বের করবেন জেসুস।
নতুন কোচ নিয়োগের পর নিজেদের পরিকল্পনাতেও পরিবর্তন আনতে চলেছে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড। স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়ালের ডিফেন্ডার পাও তোরেসকে দলে ভেড়াতে চাইছে ক্লাবটি।
ইংলিশ পত্রিকা ডেইলি মিররের এক প্রতিবেদনে বলা হয়, তোরেসের এজেন্ট ইংল্যান্ডে গিয়েছিলেন এ বিষয়ে আলোচনা করতে। হয়তো সবকিছু ঠিক থাকলে পজিটিভ সংবাদই আসতে পারে।
ম্যানচেস্টার ইউনাইটেডের ইংলিশ মিডফিল্ডার জেমস গার্নারকে দলে ভেড়াতে আগ্রহী হয়ে উঠেছে লেস্টার সিটি। নটিংহ্যাম ফরেস্টে দারুণ এক মৌসুম কাটিয়েছেন জেমস। এরপরই মূলত তার প্রতি আগ্রহ জন্মায় লেস্টার সিটির।
এছাড়া ইংলিশ ক্লাব লিডস ইউনাইটেডের ব্রাজিলিয়ান ফরোয়ার্ড রাফিনহোকে পেতে আগ্রহী স্প্যানিশ ক্লাব বার্সেলোনা। তবে রাফিনহো হয়তো বার্সেলোনা নয়, ম্যানচেস্টার ইউনাইটেডে যেতে আগ্রহী।
ক্রিস্টাল প্যালেসের ইংলিশ গোলরক্ষক জ্যাক বাটল্যান্ডকে নিয়ে লড়াই চলছে দুই ইংলিশ ক্লাব বার্নমাউথ ও রেঞ্জার্সের মধ্যে। টটেনহ্যামের আর্জেন্টাইন মিডফিল্ডার লো সেলসোকে কিনতে চায় স্প্যানিশ ক্লাব ভিয়ারিয়াল।
তবে ভিয়ারিয়ালকে জানিয়ে দিয়েছে, সেলসোকে কিনতে হলে ভিয়ারিয়ালের অন্তত ১৭ মিলিয়ন ইউরো ব্যয় করতে হবে। যদিও বিষয়টি এখনো চূড়ান্ত নয়।
ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এভারটনের ব্রাজিলিয়ান ফুটবলার রিচার্লিসনকে কিনতে মরিয়া হয়ে উঠেছে। এদিকে, বার্সেলোনা সেভিলার ফরাসি ফুটবলার জুলস কৌন্দেকে দলে ভেড়াতে চায় বলে জানিয়েছে স্প্যানিশ গণমাধ্যমগুলো।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস