ফাইনালের ‌‘বিপদ নিয়ে’ সাংবাদিকের প্রশ্নে চটলেন টনি ক্রস!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:৫১ এএম, ৩০ মে ২০২২
ফাইনালের ‌‘বিপদ নিয়ে’ সাংবাদিকের প্রশ্নে চটলেন টনি ক্রস!

চ্যাম্পিয়নস লিগের রেকর্ড ১৪তম শিরোপা জয় করেছে রিয়াল মাদ্রিদ। ৯০ মিনিটের দুর্দান্ত লড়াইয়ে শিরোপা জয়ের উচ্ছ্বাসে ভাসছে রিয়াল মাদ্রিদ শিবির। তবে উল্লাসের মাঝেও বিতর্কের জন্ম দিয়েছেন রিয়াল মাদ্রিদের মিডফিল্ডার টনি ক্রুস।

ফাইনাল ম্যাচ শেষে মাঠেই রিয়ালের বিভিন্ন ফুটবলারদের অনুভূতি জানতে চান সংবাদকর্মীরা। এ সময় টনি ক্রুসের কাছে ম্যাচে প্রতিপক্ষ লিভারপুলের ‘দাপটের’ বিষয়ে জানতে চান এক সাংবাদিক। প্রশ্ন শুনেই মেজাজ হারান ক্রুস, শুধু তাই নয়, ওই সাংবাদিকের উপর চটে যান রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার! 

টনি ক্রুসের ওই সাক্ষাৎকারটি নিচ্ছিলেন জার্মান সাংবাদিক নাইলস কাবেন। ক্রুসও স্বাভাবিকভাবেই চ্যাম্পিয়নস লিগের শিরোপা জয়ের অনুভূতি ব্যক্ত করছিলেন। তবে ঝামেলাটা বাধে যখন ৫৪ বছর বয়সী ওই সাংবাদিক ফাইনালে লিভারপুলের বিপক্ষে রিয়াল মাদ্রিদের কোণঠাসা হওয়ার ব্যাপারে ক্রুসের কাছে জানতে চান। 

প্রশ্ন শুনেই রাগান্বিত সুরে ওই সাংবাদিককে টনি ক্রুস বলেন, “আপনি ভালো প্রশ্ন করার জন্য ৯০ মিনিটের মধ্যে আরও বিষয় রয়েছে। আপনি এসব ফালতু প্রশ্ন করছেন!” 

ওই প্রশ্ন শোনার পর জার্মান ওই সাংবাদিকের সঙ্গে আর কোনো কথা বলেননি ক্রুস। সাক্ষাৎকার শেষ না করেই ওখান থেকে চলে যান। পরে অবশ্য বাকি সাংবাদিদকের সঙ্গে স্বাভাবিকভাবেই কথা বলেছেন তিনি। 

জার্মান ফুটবলার হিসেবে এখন সবচেয়ে বেশি পাঁচটি চ্যাম্পিয়নস লিগ শিরোপার মালিক টনি ক্রুস। রিয়াল মাদ্রিদের করিম বেনজেমা, লুকা মদরিচ, টনি ক্রুস, কাসেমিরো, নাচো ও কারভাহালের পাঁচটি করে শিরোপা রয়েছে।

তবে তাদের মধ্যে শুধুমাত্র টনি ক্রুসের রয়েছে রিয়াল মাদ্রিদের চারটি চ্যাম্পিয়নস লিগ শিরোপা। কারণ, ক্রুস বাকিটা জিতেছেন জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখের হয়ে। 

২০১৪ সালে বায়ার্ন মিউনিখ ছেড়ে রিয়াল মাদ্রিদে পাড়ি জমান টনি ক্রুস। বার্নাব্যুতে সাত বছরে একের পর এক সাফল্যে ভেসেছেন তিনি। রিয়ালের জার্সি গায়ে ২৪৩ ম্যাচ খেলেছেন ৩২ বছর বয়সী জার্মান এ মিডফিল্ডার। যেখানে তার নামের পাশে রয়েছে ১৯টি গোল। 

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

গুজরাট টাইটান্সের বাজিমাত, প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন

গুজরাট টাইটান্সের বাজিমাত, প্রথমবারেই আইপিএল চ্যাম্পিয়ন

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: মাঠের বাইরেও যেসব ঘটনা ঘটেছিল

চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: মাঠের বাইরেও যেসব ঘটনা ঘটেছিল

২০২৩ ফাইনালের জন্যও সমর্থকদের হোটেল বুক করতে বলছেন ক্লপ

২০২৩ ফাইনালের জন্যও সমর্থকদের হোটেল বুক করতে বলছেন ক্লপ

লিভারপুল-মাদ্রিদ ম্যাচ: নতুন করে লেখা হলো যেসব রেকর্ড

লিভারপুল-মাদ্রিদ ম্যাচ: নতুন করে লেখা হলো যেসব রেকর্ড