রিয়াল মাদ্রিদে আসার পর থেকে বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ডের সময়টা মোটেই ভালো যাচ্ছে না। ইনজুরির সঙ্গে প্রতিনিয়ত লড়াই করেই যাচ্ছেন রিয়ালের আক্রমণভাগের এই খেলোয়াড়। তবে নতুন মৌসুমে রিয়াল ভক্তদের আশার বাণী শোনালেন তিনি। তাদের জন্য নিজের সর্বোচ্চটা ত্যাগ করতে প্রস্তুত বেলজিয়ান অধিনায়ক।
ইংলিশ ক্লাব লিভারপুলকে হারিয়ে চ্যাম্পিয়নস লিগের ১৪তম শিরোপা উদযাপনে মাদ্রিদের প্লাজা ডি সিবেলেসে হাজির হয়েছিল রিয়াল মাদ্রিদ। ভক্তরাও প্রিয় দলের সঙ্গে উদযাপনে সামিল হয়েছিলেন। এ সময় মাইক্রোফোন হাতে নিয়ে ভবিষ্যতের জন্য সমর্থকদের আশার বার্তা দিয়েছেন হ্যাঁজার্ড।
এর আগে মাইক্রোফোন হাতে মার্সেলো, দানি কারভাজাল, ক্যাসেমিরো, করিম বেনজেমা, ভিনিসিয়াস জুনিয়র, রড্রিগো গোস এবং কার্লো আনচেলত্তি নিজেদের বক্তব্য শেষ করেই রেখেছিলেন।
হ্যাজার্ড বলেন, ‘রিয়াল মাদ্রিদের ভক্তরা, আমি এখানে তিন বছর ধরে ইনজুরি সহ অনেক কিছুর সাথে লড়াই করেছি। কিন্তু পরের বছর আমি আমার সবটুকুই তোমাদের জন্য দিতে যাচ্ছি।’ এ সময় সব সতীর্থরা তাকে উষ্ণভাবে আলিঙ্গন করে সাহস যোগান।
সতীর্থদের এই আলিঙ্গনই বলে দিচ্ছিল, হ্যাজার্ড এখনো রিয়ালের ড্রেসিংরুমে সবার প্রিয় খেলোয়াড়দের একজন। ঐদিকে রিয়ালে হ্যাজার্ডের ভবিষ্যৎ নিয়ে শুরু হয়ে গেছে নানান আলোচনা। সবাই ভেবেছিল নতুন মৌসুমেই হ্যাজার্ডকে বিক্রি করে দিবে রিয়াল। তবে সেটা হচ্ছে না।
হ্যাজার্ড আগেই জানিয়ে দিয়েছিলেন রিয়াল ছাড়ার কোনো ইচ্ছাই নেই তার। সেটা সে ইতিমধ্যেই ক্লাব এবং কোচ আনচেলত্তিকও জানিয়ে দিয়েছে। হ্যাজার্ডের এমন সিদ্ধান্তে তারাও আনন্দিত। ড্রেসিংরুমে হ্যাজার্ডের জনপ্রিয়তা তাকে আরও বেশি অনুপ্রাণিত করছে।
২০১৯ সালে চেলসি থেকে রেকর্ড ট্রান্সফার ফি’তে রিয়ালে নাম লেখান হ্যাজার্ড। কিন্তু এরপরই শুরু হলো উপর্যুপরি চোটের আঘাত। সেটা এমনই ভয়ানক মাত্রার ছিল যে, স্প্যানিশ ক্লাবটির হয়ে এই তিন বছরে মাত্র ৬৬টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন বেলজিয়ান তারকা।
স্পোর্টসমেইল২৪/এএইচবি