অনেক জল ঘোলার পর পুরনো ক্লাব পিএসজিতেই থেকে গেছেন ফরাসি তারকা কিলিয়ান এমবাপে। তবুও তাকে নিয়ে আলোচনা থেমে নেই। সেটা গড়ালো প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালেও। তবে এমবাপের কথা কানে যেতেই স্রেফ তাচ্ছিল্য করেই উড়িয়ে দিলেন রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ।
শনিবার (২৮ এপ্রিল) রাতে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে ১৪তম বারের মতো শিরোপা ঘরে তুলেছে রিয়াল মাদ্রিদ। এই জয়ে স্বাভাবিকভাবেই আনন্দিত রিয়াল সভাপতি। খেলাটা এমবাপের দেশেই। তাই স্বাভাবিকভাবেই খেলা শেষে পেরেজের দিকে প্রশ্ন ধেয়ে এসেছে এমবাপেকে নিয়েও।
জবাবে রিয়াল সভাপতি স্রেফ জানিয়ে দিয়েছেন, আজ রাতে তারা এমবাপেকে ভুলে গেছেন। রাতটা শুধুই রিয়াল মাদ্রিদের। পেরেজ বলেন, ‘রিয়াল মাদ্রিদ সর্বদা সেরা খেলোয়াড়দের নিয়ে কাজ চালিয়ে যাবে। তারা আজ এমবাপ্পেকে ভুলে গেছে। আজ শুধুমাত্র রিয়াল মাদ্রিদকে নিয়েই আনন্দ হবে।’
যদিও কেউ আশা করেনি যে রিয়াল মাদ্রিদ ২০২১-২২ মৌসুমে চ্যাম্পিয়ন্স লিগে রাজত্ব করবে। তবে ফ্লোরেন্তিনো পেরেজ ভেবেছিলেন অন্য কথা। তিনি বলেন, ‘এই বছর আমাদের একটি ভাল মৌসুম ছিল। এমবাপে একটা আলোচনা কেবল। আমরা সেরা দল হয়ে খেলেছি। একের পর এক ম্যাচ জিতে উঠেছি।’
ফাইনালের নায়ক থিবো কর্তোয়াকে নিয়ে বেশ প্রশংসা ঝরলো পেরেজের কন্ঠে। এই বেলজিয়ান গোলরক্ষককে নিয়ে তিনি বলেন, ‘তার সমস্ত সেভ দুর্দান্ত। সিটির বিরুদ্ধেও সে পা দিয়ে দুর্দান্ত সেভ করেছে। তার জন্য এটি একটি দর্শনীয় মৌসুম ছিল, তিনি বিশ্বের সেরা গোলরক্ষক।’
সদ্য শেষ হওয়া মৌসুমের সবচেয়ে বড় আলোচনা ছিলেন এমবাপে। একদম মৌসুমের শেষ পর্যন্ত দলদবদলের বাজার মাতিয়ে রেখেছিলেন তিনি। রিয়ালের মাদ্রিদের সঙ্গে যখন সব প্রায় ঠিকঠাক, ঠিক তখনি আসল চাল চাললেন ফরাসি তারকা। পুরানো ক্লাবের সঙ্গে চুক্তি নয়ায়ন করলেন ২০২৫ সাল পর্যন্ত
স্পোর্টসমেইল২৪/এএইচবি