অস্ট্রেলিয়ায় ছুটি কাটাচ্ছেন মোহামেডান স্পোর্টিং ক্লাবের ফুটবল কোচ শন লেন ও সহকারী কোচ জেমস ম্যাকলন। সেখান থেকে দেওয়া এক আনুষ্ঠানিক বিবৃতিতে মোহামেডানের দায়িত্ব ছাড়ার সিদ্ধান্ত জানিয়েছেন তারা। দল গঠনে হস্তক্ষেপ হয় জানিয়ে, পদত্যাগ করেছেন এই দুই কোচ।
চার বছর ধরে মোহামেডানের দায়িত্ব সামলানো এই বৃটিশ কোচ শন লেন হঠাৎই পদত্যাগের সিদ্ধান্ত নিয়েছেন। সহকারী কোচ জেমস ম্যাকলনও নিজের দায়িত্ব থেকে ইস্তাফা দিয়েছেন।
রোববার (২৯ মে) সংবাদ বিজ্ঞপ্তিতে শন লেন জানিয়েছেন, ‘দল গঠনে হস্তক্ষেপ ও দুর্বল পরিকল্পনার কারণে আমি কোচের পদে থাকছি না। চার বছর ধরে এই দায়িত্ব পালন করাটা চ্যালেঞ্জের ছিল। এখন আমাদের দায়িত্ব ছেড়ে দেওয়ার সময় হয়েছে।’
এই দুই কোচ কেন হঠাৎ দায়িত্ব ছেড়েছেন সে বিষয়টি পরিষ্কার নয় মোহামেডানের পরিচালক আবু হাসান চৌধুরী প্রিন্সের কাছে। বলেন, “আমরা বুঝতে পারছি না, তারা কেন হঠাৎ পদত্যাগ করলেন। সকালে খবরটা শুনেছি। তার অভিযোগ সঠিক নয়, আমরা তাকে সব রকমের স্বাধীনতাই দিয়েছিলাম।”
মোহামেডানের খারাপ সময়ে দলের হাল ধরা এই কোচ সর্বশেষ তিন মৌসুমে ফুটবলার সংগ্রহে বড় ভূমিকা রেখেছিলেন। চলতি মৌসুমের শুরু থেকেই গুঞ্জন ছিল ক্লাবের কর্মকর্তাদের সাথে তার সম্পর্ক ভালো যাচ্ছে না। এর পরই তার পদত্যাগের খবর এলো।
চলতি মৌসুমে ১৫ ম্যাচে ৫ জয় ও ৭ ড্রয়ে লিগ টেবিলের ছয় নম্বরে অবস্থান করছে মোহামেডান। এবারের লিগে শীর্ষে অবস্থান করছে বসুন্ধরা কিংস।
স্পোর্টসমেইল২৪/পিপিআর