দারুণ এক মৌসুম কাটিয়ে চ্যাম্পিয়নস লিগ ও লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ক্লাবটির সাফল্যে করিম বেনজেমা দারুণ ভূমিকার কারণে ধারণা করা হচ্ছে ব্যালন ডি’অর তার হাতেই উঠবে। ব্যালন ডি’অর জিততে এর চেয়ে বেশি কিছু করা সম্ভব ছিল না বলে জানিয়েছেন এই ফরাসি স্ট্রাইকার।
শনিবার (২৮ মে) চ্যাম্পিয়নস লিগ ফাইনালে ব্রাজিলিয়ান ভিনিসিয়াস জুনিয়রের একমাত্র গোলে শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। ফাইনালে বেনজেমা একটি গোল করলেও তা অফসাইডের কারণে বাতিল হয়। গোল না পেলেও দলের শিরোপা জয়ে বেশ উচ্ছ্বসিত এই ফরাসি তারকা।
চ্যাম্পিয়নস লিগের ২০২১-২২ মৌসুমের সর্বোচ্চ গোলদাতা বেনজেমা তার ১৫ গোলের ১০টিই করেছেন টুর্নামেন্টের নকআউট পর্বে। রিয়ালের নকআউট পর্বের বাঁধা পেরোতে সবচেয়ে বড় ভূমিকা রাখা এই ফুটবলারের ব্যালন ডি’অর পাবেন কি-না সেটাই এখন ফুটবল বিশ্বের আলোচনার বিষয়বস্তু।
ফুটবল বিশ্বে এই আলোচনার থাকলেও এ নিয়ে এখনই মাথা ঘামাতে নারাজ বেনজেমা। বরং মৌসুম শেষে জাতীয় দলের কাজ নিয়েই ব্যস্ত থাকতে চান।
বলেন, “আমি এখন জাতীয় দলের সাথে যোগ দিবো। আমার মনে হয় না ব্যালন ডি’র জয়ের জন্য ক্লাবের হয়ে এর চেয়ে বেশি কিছু করতে পারতাম।”
ব্যালন ডি’অর কার হাতে উঠবে তা জানতে অপেক্ষাটা চলতি বছরের ১৭ অক্টোবর পর্যন্ত। সেই পর্যন্ত অপেক্ষায় থাকতে চেয়ে বেনজেমার ভাষ্য, “দেখা যাক কি ঘটে। আমি এখন পর্যন্ত যা করেছি তার জন্য গর্বিত।”
সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমে রিয়ালের হয়ে সবধরনের প্রতিযোগিতা মিলিয়ে ৪৬ ম্যাচে ৪৪ গোল করেছেন এই ফরাসি তারকা। লা লিগার সর্বোচ্চ গোলদাতার পুরষ্কারসহ জিতেছেন চ্যাম্পিয়নস লিগের গোল্ডেন বুট।
গোল্ডেন বুট জিতে রিয়ালের রেকর্ড ১৪তম শিরোপা জেতাতে ভূমিকা রাখা বেনজেমার মতে স্কোয়াডের সবাই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। এছাড়া এই সাফল্য ভাগ্যের জোরে নয় বরং পরিশ্রমের ফল বলে উল্লেখ করেন।
“একবার ভাগ্যবান হতে পারেন, প্রতিবার না। আমরা এই জয়ের যোগ্য। শেষ মুহূর্ত পর্যন্ত আমরা ফিরে আসার চেষ্টা ও পরিশ্রম করেছি। দলের সব ফুটবলারই গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছে।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর