রিয়াল মাদ্রিদের সাথে এই মৌসুমের পর মার্সেলো চুক্তি নবায়ন করবেন না বিষয়টা অনেকটাই অনুমিত ছিল। অপেক্ষা ছিল আনুষ্ঠানিক ঘোষণার। শেষ পর্যন্ত চ্যাম্পিয়নস লিগ জিতেই ক্লাব ছাড়ার বিষয়টি নিশ্চিত করেছেন। জানিয়েছেন, ২০২২-২৩ মৌসুম থেকে রিয়ালের জার্সিতে তাকে দেখা যাবে না।
শনিবার (২৮ মে) রাতে প্যারিসের স্তাদে দি ফ্রান্সে লিভারপুলকে ১-০ গোলে হারিয়ে চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। শিরোপা জয়ের পরই মার্সেলো জানিয়েছেন, তাকে আর রিয়ালের জার্সিতে দেখা যাবে না।
লা লিগার শিরোপা জিতে রিয়ালের হয়ে সর্বোচ্চ শিরোপাজয়ীদের তালিকায় শীর্ষে উঠে এসেছিলেন মার্সেলো। চ্যাম্পিয়নস লিগ জিতে সেটাকে আরও এক ধাপ এগিয়ে নিয়েছেন।
নিজের বিদায়ী বার্তায় মার্সেলো বলেন, “রিয়ালের হয়ে আজকেই আমার শেষদিন। আজকে মন খারাপের দিন না, আনন্দ নিয়ে চলে যাচ্ছি। ব্যার্নাব্যুতে যে আনন্দ পেয়েছি তার জন্য সমর্থকদের ধন্যবাদ।”
পঞ্চমবারের মতো চ্যাম্পিয়নস লিগ শিরোপা জিতে নিজের অনুভূতিও প্রকাশ করেছেন মার্সেলো। বলেন, “আমার প্রচুর আনন্দ হচ্ছে। এই মুহূর্তে আমি কিছু বলতে পারছি না। আমার পরিবার-সতীর্থরা আছে এখানে। রিয়ালের জন্য এই মৌসুমটা প্রাপ্য ছিল। আমি পাঁচবারের মতো শিরোপা জিতলাম, এটা আসাধারণ। এমন কিছু পাবো তা আমার ধারণাতেও ছিল না।”
রিয়াল মাদ্রিদের প্রথম বিদেশি অধিনায়ক হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতে গর্বিত মার্সেলো। বলেন, “এটা খুব দারুণ মুহূর্ত। যখন আপনি দলের প্রথম অধিনায়ক, আপনি এই ট্রফি উঁচিয়ে ধরার স্বপ্ন দেখেন এবং রিয়াল মাদ্রিদের অধিনায়ক হিসেবে একমাত্র ব্রাজিলিয়ান হিসেবে চ্যাম্পিয়নস লিগ জিতেছি আমি।”
২০০৭ সালে ব্রাজিলিয়ান ক্লাব ফ্লুমিনেন্স থেকে রিয়াল মাদ্রিদের যোগ দেন মার্সেলো। ১৫ বছরের স্প্যানিশ ক্লাবটির হয়ে ৫৪৫ ম্যাচে ৩৮ গোল এবং ১০৩ অ্যাসিস্ট করেছেন। এছাড়া ক্লাবটির হয়ে সর্বোচ্চ ২৫ শিরোপা জিতেছেন তিনি। তার ভবিষ্যত গন্তব্য কোন ক্লাব হবে বিষয়টি এখনো কেউ নিশ্চিত করেনি।
স্পোর্টসমেইল২৪/পিপিআর