অনাকাঙ্খিত কারণে উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল শুরুর সময় পিছিয়ে দিয়েছে উয়েফা। নতুন সময় অনুযায়ী বাংলাদেশ সময় রাত ১ টা ৩৬ মিনিটে শুরু হবে খেলা।
উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনাল দেখতে মাঠে হয়েছেন কয়েক হাজার রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল সমর্থকরা। নির্ধারিত সময়ে মাঠে প্রবেশের জন্য গেট খোলা হলেও অলরেড সমর্থকরা এখনো মাঠে প্রবেশ করতে পারেননি। এই কারণে পিছিয়ে দেওয়া হয়েছে খেলা শুরুর সময়।
প্রথমে ম্যাচ শুরুর সময় ১৫ মিনিট পিছিয়ে দেওয়া হলেও দ্বিতীয় দফায় সময় আরও ১৫ মিনিট বাড়ানো হয়। শেষ পর্যন্ত তৃতীয় দফায় আরও ৬ মিনিট সময় পিছিয়ে দেওয়া হয়েছে। সবকিছু ঠিকঠাক থাকলে ৩৬ মিনিট দেরিতে মাঠে গড়াবে উয়েফা চ্যাম্পিয়নস লিগের এবারের আসরের ফাইনাল।
তৃতীয়বারের মতো উয়েফা চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। সর্বশেষবার কিয়েভে এই দুই দলের ফাইনালে অলরেডদের হারিয়ে শিরোপা জিতেছিল রিয়াল মাদ্রিদ।
চ্যাম্পিয়নস লিগের ইতিহাসে সবচেয়ে বেশি ১৩বার শিরোপা জিতেছে রিয়াল মাদ্রিদ। লিভারপুলের ট্রফি কেসে শিরোপা উঠেছে মোট ছয়বার। সর্বশেষ ২০১৯ সালে এই শিরোপা জিতেছিল অলরেডরা। আর রিয়াল মাদ্রিদ সর্বশেষ ২০১৮ সালে এই লিভারপুলকে হারিয়েই জিতেছিল ইউরোপিয়ান শ্রেষ্ঠত্বের মুকুট।
রিয়াল মাদ্রিদের একাদশ
থিবো কোর্তোয়া (গোলরক্ষক), দানি কারভাহাল, এডার মিলিতাও, ডেভিড আলাবা, টনি ক্রুস, করিম বেনজেমা, লুকা মদ্রিচ, ক্যাসিমিরো, ফেদেরিকা ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, ফেরল্যান্ড মেন্ডি।
লিভারপুল একাদশ
আলিসন বেকার, আলেক্সান্ডার-আরনল্ড, কোনাতে, ফন ডাইক, রবার্টসন, ফাবিনিও, হেন্ডারসন, থিয়াগো, দিয়াজ, সালাহ, মানে।
স্পোর্টসমেইল২৪/পিপিআর