চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: একাদশ জানিয়ে দিলো রিয়াল মাদ্রিদ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২০ পিএম, ২৮ মে ২০২২
চ্যাম্পিয়নস লিগ ফাইনাল: একাদশ জানিয়ে দিলো রিয়াল মাদ্রিদ

ফাইল ফটো

উয়েফা চ্যাম্পিয়নস লিগ ফাইনালে মুখোমুখি হচ্ছে রিয়াল মাদ্রিদ এবং লিভারপুল। দুই ক্লাবের মহারণের মধ্য দিয়ে শেষ হবে চলতি মৌসুমের ফুটবল শ্রেষ্ঠত্ব লড়াই। ফাইনালে মেসি-নেইমার-এমবাপেরা না খেললেও এবারের চূড়ান্ত ম্যাচটি অনুষ্ঠিত হচ্ছে প্যারিসে। ফাইনাল ম্যাচকে সামনে রেখে ইতিমধ্যে প্রথম একাদশের তালিকা প্রকাশ করেছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের মধ্যকার ফাইনাল ম্যাচটি শুরু হবে বাংলাদেশ সময় আজ শনিবার (২৮ মে) দিনগত রাত ১টায়। ম্যাচটিতে দুই দলের জন্য প্রতিশোধ নেওয়ার পালা। লিভারপুল চাইবে ২০১৮ ফাইনালে হারের প্রতিশোধ নিতে। অন্যদিকে, রিয়াল চাইবে ১৯৮১ সালে ফাইনালে হেরে যাওয়ার প্রতিশোধ।

২০১৮ সালের ফাইনালে সের্হিয়ো রামোসের সঙ্গে সংঘর্ষে মাঠ ছাড়তে হয়েছিল মোহাম্মদ সালাহকে। সেবারের হারের প্রতিশোধ নিতে ফাইনালে রিয়ালকে চেয়েছেন এবারের প্রিমিয়ার লিগের গোল্ডেন বুট জেতা এ মিসরীয়।

গত আট বছরে পাঁচবার চ্যাম্পিয়নস লিগের ফাইনালে উঠেছে রিয়াল। লিভারপুল গত পাঁচ বছরে ফাইনালে তৃতীয়বার। এমন পরিসংখ্যানই বলে দিচ্ছে, দল দুটি কেমন ছন্দে রয়েছে। মৌসুমে লা লিগার পাশাপাশি স্প্যানিশ সুপার কাপ জিতেছেন বেনজিমা, ভিনিসিয়ুসরা। ‘কোয়াড্রপল’ স্বপ্ন ভাঙলেও লিভারপুল জিতেছে লিগ কাপ ও এফএ কাপ।

এদিকে, করিম বেনজিমার সামনে রয়েছে ক্রিস্টিয়ানো রোনালদোর রেকর্ড ভাঙার সুযোগ। ফাইনালে হ্যাটট্রিক করতে পারলেও রোনালদোর এক মৌসুমে সর্বোচ্চ ১৭ গোলের রেকর্ড ভাঙবেন করিম বেনজিমা। সেই সঙ্গে নিশ্চিত হতে পারে ব্যালন ডি’অরও।

ফ্রান্সের জাতীয় স্টেডিয়াম ‘স্তাদে দে ফ্রান্সে’ রিয়াল মাদ্রিদ ও লিভারপুলের ফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। ম্যাচ শুরুর দুই ঘণ্টা আগেই খেলোয়াড়দের তালিকা জানিয়ে দিয়েছে রিয়াল মাদ্রিদ।

রিয়াল মাদ্রিদের একাদশ
থিবো কোর্তোয়া (গোলরক্ষক), দানি কারভাহাল, এডার মিলিতাও, ডেভিড আলাবা, টনি ক্রুস, করিম বেনজেমা, লুকা মদ্রিচ, ক্যাসিমিরো, ফেদেরিকা ভালভার্দে, ভিনিসিয়াস জুনিয়র, ফেরল্যান্ড মেন্ডি।

স্পোর্টসমেইল২৪/আরএস 



শেয়ার করুন :


আরও পড়ুন

বর্ণবাদের প্রতিবাদ করে গর্বিত এমবাপেরা

বর্ণবাদের প্রতিবাদ করে গর্বিত এমবাপেরা

একুশ শতকের চ্যাম্পিয়নস লিগের ‘রোমাঞ্চকর’ পাঁচ ফাইনাল

একুশ শতকের চ্যাম্পিয়নস লিগের ‘রোমাঞ্চকর’ পাঁচ ফাইনাল

রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

রিয়ালের অনুপ্রেরণা ২০১৪ ফাইনাল: আনচেলত্তি

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি

লিভারপুল ছাড়ার গুঞ্জন উড়িয়ে দিলেন সালাহ, দৃষ্টিতে ট্রফি