ফুটবল ইতিহাসের অন্যতম ঐতিহ্যবাহী ক্লাব রিয়াল মাদ্রিদ। তাদের ইতিহাস বেশ পুরনো। সেই ইতিহাসের অন্যতম অংশ তাদের ক্লাব জার্সি। এ জার্সি নিয়েও রয়েছে দারুণ এক কাহিনী। যে কাহিনী একটি ফুটবল ম্যাচকে ঘিরে। মাত্র একটি ফুটবল ম্যাচই চিরতরে বদলে দিয়েছে স্প্যানিশ জায়ান্টদের জার্সি।
শুরুতে রিয়ালের জার্সি ছিল ধবধবে সাদা। বর্তমান সময়ে আমরা বেগুনি রঙের যে তিনটি রেখা দেখতে পাই, শুরুতে তার ছিটেফোটাও ছিল না। শুরুটা হয় ৪১ বছর আগে, ১৯৮১ সালের ২৭ মে। সেদিন ইউরোপিয়ান কাপের ফাইনালে লিভারপুলের বিপক্ষে মাঠে নামে রিয়াল মাদ্রিদ।
ঐ ফাইনালের আগে ইউরোপিয়ান ক্লাবগুলো এবং স্পোর্টসওয়্যার ব্র্যান্ডগুলির মধ্যে একটা স্পনসরশিপ চুক্তি হয়। যার ফলে চুক্তির শর্ত মোতাবেক কয়েকটি পরিবর্তন এসেছিল। এই ম্যাচ দিয়েই প্রথমবারের মতো হাতা ও হাফপ্যান্টের পার্শ্বে তিনটি সোনালি রেখাসহ অ্যাডিডাস জার্সি পরে নেমেছিল রিয়াল।
এই জার্সি পড়ে নামার মধ্যে দিয়ে ৭৯ বছরের পুরানো রেকর্ড ভেঙে দেয় মাদ্রিদের দলটি। জার্সি পরিবর্তনের এই চুক্তি হয়েছিলো মাত্র ১৭ মিলিয়ন পেসেটার বিনিময়ে। ইউরোর হিসেবে ১ লাখ দুই হাজার ইউরো। ম্যাচের আগের দিন প্যারিসের ইন্টারকন্টিনেন্টাল হোটেলে এই নতুন জার্সি উন্মোচন করা হয়।
তারপর থেকে এখন পর্যন্ত তিনটি বেগুনি রেখা সম্বলিত জার্সি পরেই মাঠে নামে রিয়াল মাদ্রিদ। তবে ফাইনালে রিয়াল মাদ্রিদের নতুন জার্সিতে জার্মান ব্র্যান্ডের লোগো ছিল না। অন্যদিকে লিভারপুলের খেলোয়াড়রা জার্সি ও শর্টসে ইংলিশ কোম্পানি উমব্রোর লোগো পরে নেমেছিল।
সেই ম্যাচের বিজয়ী দলের খেলোয়াড়ে অ্যালান কেনেডি স্প্যানিশ দৈনিককে বলেন, ‘এটি উয়েফার একটি নিয়ম ছিল। যার কারণে খেলোয়াড়দের ব্র্যান্ডের লোগো জার্সিতে পরে নামতে হয়েছিল। ফাইনালের আগে এক ঘণ্টা বাকি ছিল। আমরা একে অপরের জার্সির রেখা টেপ দিয়ে পেচিয়ে ঘুরে বেড়াচ্ছিলাম।’
মূলত, তখন থেকেই রিয়ালের জার্সি স্পন্সর করে আসছে অ্যাডিডাস। দুই কাধের উপর তিনটি করে বেগুনি রেখাসহ বুকের ডানপাশে শোভা পায় বিখ্যাত জার্মান প্রতিষ্ঠানটির লোগো। এই ধারা আজ আজ ৪১ বছর ধরে চলে আসছে। কতদিন চলবে সেটা বরং সময়ের হাতে ছেড়ে দেওয়া যাক।
স্পোর্টসমেইল২৪/এএইচবি