চলতি মৌসুম শেষে সাউদাম্পটনের সঙ্গে চুক্তি বাড়াতে রাজি হননি তাদের গোলরক্ষক ফ্রেজার ফরস্টার। প্রিমিয়ার লিগ শেষেই ফ্রি এজেন্ট হয়ে গিয়েছিলেন তিনি। সেই সুযোগে তাকে দলে ভেড়াচ্ছে প্রতিদ্বন্দ্বী টটেনহ্যাম হটস্পার। স্পার্সদের হয়ে বিনামূল্যে চুক্তিবদ্ধ হতে চলেছেন ইংলিশ গোলরক্ষক।
জুন মাসের শেষের দিকে ফ্রেজারের সঙ্গে সাউদাম্পটনের চুক্তির মেয়াদ শেষ হবে।। ফলে ফ্রি এজেন্ট হয়ে যাবেন ৩৪ বছর বয়সী ফ্রেজার। ইচ্ছামতো যেখানে খুশি যেতে পারবেন তিনি। এই সুযোগটাই কাজে লাগালো টটেনহ্যাম। ইতিমধ্যেই মেডিকেল করেছেন তিনি। শীঘ্রই চুক্তি ঘোষণা করা হবে।
বর্তমানে টটেনহ্যামের গোলপোস্ট সামলানোর দায়িত্বে আছেন তাদের অভিজ্ঞ গোলরক্ষক হুগো লরিস। তার বদলি হিসেবে দলকে সার্ভিস দিতেই ফ্রেজারকে নিয়েছে স্পার্সরা। টটেনহ্যামের দ্বিতীয় গোলরক্ষক পিয়েরলুইগি গোলিনি আটলান্টা থেকে লোনে আছেন, তবে তার ভবিষ্যত অস্পষ্ট।
টটেনহ্যাম তাই কোনো প্রকার ঝুঁকি নিতে চায়নি। তা ছাড়া সাম্প্রতিক সময়ে গোলিনি জানিয়েছেন যে, তিনি নিজেকে খুশি রাখতে ইতালিতে ফিরে যাবেন। এ দিক বিবেচনায়ও স্পার্স অধিনায়ক লরিসের ব্যাকআপ রেখে দিয়েছে তারা।
এর আগে নিউক্যাসল ইউনাইটেড ও সেল্টিকে খেলেছেন ফরস্টার। ২০০৮ সালে প্রথমবার নিউক্যাসলের সঙ্গে চুক্তিবদ্ধ হন তিনি। এরপর ২০১৪ সালে সাউদাম্পটনে যোগ দেয়ার আগে ২০১০ সালে সেল্টিকে খেলেন। মাঝে বেশ কয়েকবার এই ক্লাবগুলোই অদল-বদল করেন।
সাউদাম্পটনের হয়ে পুরো ক্যারিয়ারে এ পর্যন্ত ১৫৬টি ম্যাচে গোলপোস্টের নিচে দাঁড়িয়েছেন ফরস্টার। ক্লাবের তুলনায় দেশের হয়ে তেমন সুযোগই পাননি অভিজ্ঞ এই গোলরক্ষক। ইংল্যান্ডের জার্সি গায়ে মাত্র ৬ ম্যাচেই মাঠে নামতে পেরেছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি