চ্যাম্পিয়নস লিগের ডামাডোলের মধ্যে লিভারপুলে মোহাম্মদ সালাহর ভবিষ্যৎ নিয়েও চলছে আলোচনা। চুক্তি নবায়ন নিয়ে লিভারপুল-সালাহর লম্বা সময় ধরে আলোচনা চললেও কোনো কিছুই চূড়ান্ত হয়নি। ফলে লিভারপুলে সালাহর ভবিষ্যৎ নিয়ে গুঞ্জন ছড়িয়েছে। তবে সকল প্রকার গুঞ্জনে জল ঢেলে দিলেন সালাহ। জানালেন, আপাতত লিভারপুল ছাড়ছেন না।
দলদবলের গুঞ্জন পিছনে পেলে সালাহর পুরো মনোযোগ এখন চ্যাম্পিয়নস লিগ ফাইনালে। তবুও ফাইনালের আগের সংবাদ সম্মেলনে চুক্তি নবায়নের বিষয় নিয়ে কথা বলতে বাধ্য হয়েছেন সালাহ।
লিভারপুলের সঙ্গে সালাহ’র বর্তমান চুক্তির মেয়াদ শেষ হবে নতুন মৌসুমেই। তবে এ মুহূর্তে সালাহর চুক্তি নিয়ে ভাবার সময়ই বা কই! সংবাদ সম্মেলনে এমনটাই জানালেন তিনি।
সালাহ বলেন, “আমি এ মুহূর্তে চুক্তি নিয়ে ভাবছি না। এখন দল নিয়ে ভাবার সময়। এটি আমাদের জন্য খুবই গুরুত্বপূর্ণ একটি সপ্তাহ। আমি আবারও চ্যাম্পিয়ন্স লিগ জিততে চাই।”
আপাতত চুক্তি নিয়ে না ভাবলেও এখনই যে লিভারপুল ছাড়ছেন না তা জানিয়ে দিয়েছেন মিশরিয় এ তারকা ফুটবলার। সালাহ বলেন, “নিশ্চিতভাবেই আমি পরের মৌসুমে এখানে থাকবো। আমি হেন্ডোর (জর্ডান হেন্ডারসন) হাতে ট্রফিটা আবার দেখতে চাই এবং আশা করি এরপর সে আমার হাতে ট্রফিটি দেবে।”
ফুটবল পায়ে চলমান মৌসুম দুর্দান্ত কাটছে মোহাম্মদ সালাহর। ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল) ২৩ গোল করে টটেনহাম হটস্পারের সনের সাথে যৌথভাবে সর্বোচ্চ গোলদাতা হয়েছেন তিনি। শুধু গোল করেই ক্ষ্যান্ত হননি, সতীর্থদের দিয়ে গোল করানোর ক্ষেত্রেও সালাহই ইপিএলের মৌসুম সেরা।
২০১৭ সালে ইতালিয়ান ক্লাব রোমা থেকে লিভারপুলে যোগ দিয়েছেন মোহাম্মদ সালাহ। পাঁচ বছরে অলরেডদের হয়ে ১৮০ ম্যাচে মাঠে নেমেছেন তিনি। এ সময়ে তার নামের পাশে যোগ হয়েছে ১১৮টি গোল।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস