চ্যাম্পিয়নস লিগ ফাইনালের সময় যত এগিয়ে আসছে, ততই বাড়ছে আলোচনা। উৎসবের প্রস্ততিও শুরু হয়ে গেছে চারদিকে। ইউরোপা সেরা হওয়ার লড়াইয়ে রিয়াল মাদ্রিদ ও লিভারপুল দুইদলই বদ্ধপরিকর।
ফাইনালকে সামনে রেখে সাবেক ফুটবলার, কোচ ও বিশেষজ্ঞরা ইতিমধ্যে দুই দলের শক্তি-দুর্বলতা নিয়ে আলোচনা শুরু করে দিয়েছেন। তাদের মাঝে অন্যদম ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক ডিফেন্ডার গ্যারি নেভিল। তিনি রিয়াল মাদ্রিদেকে এগিয়ে রাখছেন। বলছেন, মাঝ মাঠের লড়াইয়েই রিয়াল মাদ্রিদের কাছে হারবে লিভারপুল।
নেভিলের এ মন্তব্য অলরেড সমর্থকেরা নিশ্চয়ই ভালোভাবে নিবেন না। কারণ লিভারপুল দলের মতো দলটির সমর্থকদের মধ্যেও যে জ্বলছে প্রতিশোধের আগুন। চার বছর আগে এ রিয়াল মাদ্রিদের কাছেই ফাইনাল হেরেছিল ইংলিশ ক্লাবটি।
চার বছর আগের হারের প্রতিশোধ হিসেবে এবার যেকোনো মূল্যেই শিরোপা বাগিয়ে নিতে চায় লিভারপুল। তবে নেভিল বলছেন, লিভারপুলের মাঝ মাঠ রিয়াল মাদ্রিদের চেয়ে যথেষ্ট পিছিয়ে রয়েছে। শুধু মাত্র মাঝ মাঠে পিছিয়ে থাকার কারণে মাঠে নামার আগেই লিভারপুলকে হারিয়ে দিলেন নেভিল!
নেভিল তার মন্তব্যের ব্যাখ্যাও দিয়েছেন। তিনি বলেন, “রিয়াল মাদ্রিদের মাঝ মাঠ দেখুন। কাসেমিরো, টনি ক্রুশ, লুকা মদরিচ, ভালভার্দে আর কামাভিঙ্গাকে নিয়ে গড়া রিয়ালের মাঝ মাঠ ম্যাচের প্রথম মিনিট থেকেই ঝাঁপিয়ে পড়বে লিভারপুলের ওপর।"
ম্যাচের শেষ দিকে লিভারপুলের মাঝ মাঠ প্রায় অকেজো হয়ে পড়ে বলে মত দিয়েছেন নেভিল। এ সময়ের সুযোগ নিয়েই জিতবে লিভারপুল এমনটাই মনে করেন তিনি।
নেভিল যোগ করেন, "আমার মনে হয় ম্যাচের শেষ ১৫ মিনিটে লিভারপুলের মাঝ মাঠ নিজেদের দুর্বলতা দেখিয়ে দিচ্ছে। এ পাঁচজনকে নিয়ে গড়া রিয়ালের মাঝ মাঠই চ্যাম্পিয়নস লিগ ফাইনালে পার্থক্য গড়ে দেবে।"
ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক এ ফুটবলারের কথা ধরে নিয়ে নিশ্চয়ই হাল ছেড়ে দিবে না লিভারপুল। বরং মাঝ মাঠের ফুটবলারদের কিভাবে আরও শক্তিশালী করা যায় সে দিকেই মনোযোগ দিবেন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।
অন্যদিকে, নেভিলের মন্তব্য লিভারপুলের মাঝ মাঠের খেলোয়াড়রা স্বাভাবিকভাবেই তাঁতিয়ে দিবে। তারাও নেভিলের মন্তব্যকে ভুল প্রমাণ করে উঁচিয়ে ধরতে চাইবে ইউরোপ সেরার শিরোপা।
চলতি মাসের ২৮ তারিখ ফ্রান্সের স্টাড ডি ফ্রান্স স্টেডিয়ামে মুখোমুখি হবে লিভারপুল ও রিয়াল মাদ্রিদ। চার বছরে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে এ নিয়ে দ্বিতীয়বারের মতো মুখোমুখি হচ্ছে দল দু’টি।
আগের দেখায় ইংলিশ জায়ান্টদের হারিয়ে রেকর্ড ১৩তম চ্যাম্পিয়নস লিগ শিরোপা উঁচিয়ে ধরেছিল রিয়াল মাদ্রিদ। এবার কী হয়, তাই দেখার অপেক্ষায় ফুটবল ভক্তরা।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস