আমি দেখিয়ে দিতে চাই কী করতে পারি: হ্যাজার্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৬ পিএম, ২৬ মে ২০২২
আমি দেখিয়ে দিতে চাই কী করতে পারি: হ্যাজার্ড

অনেক আশা আর আস্থা নিয়ে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদে পা রেখেছিলেন বেলজিয়ান তারকা ইডেন হ্যাজার্ড। তবে চুক্তির পাঁচ বছরের মধ্যে তিন বছরই কেড়ে নিয়েছে ইনজুরি। এ সময়ে প্রত্যাশার ছিটেফোঁটা পূরণ করতে পারেননি হ্যাজার্ড। তবে বাকি দুই বছরে হ্যাজার্ড দেখিয়ে দিতে চান নিজের সামর্থ্য।

২০১৯ সালে চেলসি থেকে রেকর্ড ট্রান্সফার ফি’তে রিয়ালে নাম লেখান হ্যাজার্ড। কিন্তু এরপরই শুরু হলো উপর্যুপরি চোটের আঘাত। সেটা এমনই ভয়ানক মাত্রার ছিল যে, স্প্যানিশ ক্লাবটির হয়ে এই তিন বছরে মাত্র ৬৬টি ম্যাচে মাঠে নামতে পেরেছেন বেলজিয়ান তারকা।

হ্যাজার্ডের এমন ইনজুরির প্রবণতায় অনেকেই সান্তিয়াগো বার্নাব্যুতে তার শেষ দেখে ফেলছেন। আর যাই হোক, বসিয়ে বসিয়ে তো একটা ক্লাব তার খেলোয়াড়কে পারিশ্রমিক দিবে না। তবে ওসবে মোটেই কর্ণপাত করছেন না ৩১ বছর বয়সী এই ফরোয়ার্ড। এখনই হাল ছাড়ছেন না তিনি।

চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালকে সামনে রেখে বেলজিয়ামের এক পত্রিকা দেওয়া সাক্ষাৎকারে হ্যাজার্ড জানিয়েছেন তার ভাবনা। সেটার বরাত দিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে স্প্যানিশ দৈনিক মার্কা।

হ্যাজার্ড বলেন, ‘এখনও আমার চুক্তির দুই বছর বাকি রয়েছে। শুরুর তিন বছর ভালো যায়নি। বাকি দুই বছরে সবাইকে দেখাতে চাই আমি কী করতে পারি। আপাতত লিভারপুলের বিপক্ষে শনিবারের চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে মনোযোগ দিচ্ছি। নতুন মৌসুমের জন্য প্রস্তুতি নিচ্ছি।’

‘আমি সবসময় রিয়ালে খেলার স্বপ্ন দেখতাম। এখনও আমি স্বপ্নের মধ্যেই আছি, সবসময় রিয়ালে খেলার যে স্বপ্ন দেখি। আমার জীবনের লক্ষ্যই রিয়ালের হয়ে খেলা। এখানে আমার পরিবার সবসময় সুখে ছিল, এমনকি এখনও তারা ভালো আছে।’ - হ্যাজার্ড যোগ করেন।

হ্যাজার্ড নিজে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনাল খেলার প্রস্তুতি নিলেও রিয়াল কোচ কার্লো আনচেলত্তির পরিকল্পনায় আছেন কি না সেটা এখনো জানা যায়নি।। তবে নিজের মতো করে ঠিকই প্রস্তুতি নিয়ে রেখেছেন। হ্যাজার্ড বলেন, ‘আমি হাসিখুশি থাকতে চেষ্টা করি এবং চাপের কথা ভুলে যাই।’

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

লিওর জন্য ১২৮ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তুত রিয়াল

লিওর জন্য ১২৮ মিলিয়ন ডলার নিয়ে প্রস্তুত রিয়াল

রিয়ালকে সালাহর সতর্কবার্তা

রিয়ালকে সালাহর সতর্কবার্তা

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চান দানি আলভেজ

বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চান দানি আলভেজ