ইউরোপের ফুটবলে নতুন মৌসুমের দলবদলে এবার সবচেয়ে বড় চমক দেখাতে পারে স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদ। তারা বেশ বড় অঙ্কের প্রস্তাব নিয়ে হাজির হতে পারে ইতালিয়ান জায়ান্ট এসি মিলানের দরজায়। রিয়ালের খরচের অঙ্কটা ১২৮ মিলিয়ন ডলার। বিনিময়ে তারা দলে ভেড়াতে চায় এসি মিলানের অন্যতম ভরসা রাফায়েল লিওকে।
ইতালীয় গণমাধ্যমের খবর অনুযায়ী, এসি মিলানের এই স্ট্রাইকারকে নিজেদের করে নিতে ১২৮ মিলিয়ন ডলার দিতে প্রস্তুত রিয়াল। যদিও এসি মিলানের চাওয়া ১৬০ মিলিয়ন ডলার। তবে জানা গেছে, পর্তুগিজ তারকাকে বিক্রি করতে চায় না ইতালির দলটি। তারা ২০২৬ সাল পর্যন্ত চুক্তি বাড়ানোর আশা করছে।
শুরু থেকেই এসি মিলানের আক্রমণভাগের অন্যতম ভরসা ২৩ বছর বয়সী লিও। তার সবচেয়ে বড় গুণ স্ট্রাইকার কিংবা উইঙ্গার, দুই জায়গায় ই দুর্দান্ত খেলতে পারেন। তিনি মিলানের হয়ে সদ্য সমাপ্ত মৌসুমে সবচেয়ে বেশি সময় ধরে খেলেছেন।
রাফায়েল লিওর ক্যারিয়ার শুরু হয় নিজে দেশের ক্লাব স্পোর্টিং ডি পর্তুগালের হয়ে। এরপর লিলেতে খেলেন প্রায় ১ বছর। ২০১৯ সালে পাঁচ বছরের চুক্তিতে এসি মিলানে যোগ দেন এই তরুণ। তারপর থেকে মিলানের সঙ্গেই আছেন তিনি। মিলানের সাফল্যের পেছনে তার অবদান বেশ।
লিও মৌসুমের বেশিরভাগ সময় মাঠের বাম পাশে উইঙ্গার হিসাবে খেলেছেন। স্ট্যামিনা, ড্রিবলিং এবং ক্ষিপ্রতা মিলিয়ে নাম্বার নাইন হিসাবে নিজেক প্রমাণ করেছন তিনি। তার শারিরীক গড়নও তাকে বেশ সুবিধা দেয়। সদ্য শেষ হওয়া মৌসুমে মিলানের সেরা খেলোয়াড় ছিলেন লিও।
মিলানকে স্কুডেটো জেতাতে নেতৃত্ব দেওয়ার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন এই পর্তুগিজ। এই মৌসুমে সব প্রতিযোগিতায মিলিয়ে মিলানের হয়ে ৪২টি ম্যাচে ৩২০০ মিনিট খেলেছেন লিও। গোল করেছেন ১৪টি, করিয়েছেন ১২টি। জিতেছেন মৌসুমের সেরা খেলোয়াড়ের পুরস্কার।
স্পোর্টসমেইল২৪/এএইচবি