ফুটবল বিশ্বে গত কয়েক দিনের আলোচনার বিষয় ছিল কিলিয়ান এমবাপের রদবদল। সবাই ধরে নিয়েছিল প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) ছেড়ে রিয়াল মাদ্রিদকে নতুন ঠিকানা বানাবেন ফরাসি এ ফুটবলার। তবে শেষ মুহূর্তে প্যারিসেই থেকে যান তিনি। এমবাপের এমন সিদ্ধান্তে চটেছেন রিয়াল মাদ্রিদের অধিনায়ক করিম বেনজেমা।
পিএসজি ছেড়ে কিলিয়ান এমবাপে রিয়ালে না যাওয়ায় প্রভাব পড়েছে ক্লাবটির ড্রেসিং রুমে। রিয়ালের খেলোয়াড় থেকে শুরু করে সমর্থকরাও এমবাপেকে ‘বেঈমান’ বলে আখ্যায়িত করছে। রিয়াল মাদ্রিদের একাধিক খেলোয়াড় সামাজিক যোগাযোগ মাধ্যমে এমবাপেকে এমনটাই ইঙ্গিত করেছেন।
রিয়াল অধিনায়ক করিম বেনজেমা ফ্রান্সের জাতীয় দলে সতীর্থ হিসেবে এমবাপেকে পান। চলতি বছরের এপ্রিলে ক্লাবেও এমবাপেকে সতীর্থ হিসেবে পাওয়ার ইচ্ছা প্রকাশ করেছিলেন তিনি। তেব সেটা না হওয়ার মনক্ষুণ্ণ হয়েছেন।
এসব বিষয় নিয়ে এখন আর পড়ে থাকার সময় নেই রিয়াল মাদ্রিদের। চলতি মে মাসের ২৮ তারিখে লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। তবে কোনো কিছুতেই নাকি পিছু ছাড়ছে না এমবাপের আলোচনা। চ্যাম্পিয়নস লিগের থেকেও রিয়াল খেলোয়াড়দের সামনে এমবাপেকে নিয়ে বেশি প্রশ্ন আসছে।
বিষয়টি নিয়ে করিম বেনজেমা বলেন, “আমি বলবো, রিয়াল মাদ্রিদ চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে খেলতে যাচ্ছে এবং এ ছোট (কিলিয়ান এমবাপে ইস্যু) বিষয় নিয়ে কথা বলার সময় এটি নয়।”
চ্যাম্পিয়নস লিগ অনেক বেশি গুরুত্বপুর্ণ বলেও মনে করিয়ে দেন বেনিজেমা। বলেন, “না আমি রাগান্বিত নই (এমবাপের রিয়ালে না আসা নিয়ে)। আমি চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে মনোযোগ দিচ্ছি। অন্যান্য বিষয় শোনার চেয়ে এটি আরও বেশি গুরুত্বপূর্ণ।”
চ্যাম্পিয়নস লিগের চলতি মৌসুমসহ শেষ আট মৌসুমে রিয়াল মাদ্রিদ পঞ্চমবারের মতো ফাইনাল খেলতে যাচ্ছে। ফ্রান্সের ‘স্টাড ডি ফ্রান্স’ মাঠে শনিবার (২৮ মে) ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
লিগে সর্বোচ্চ ১৩ বার শিরোপা জয়ী স্প্যানিশ জায়ান্টরা নিশ্চিতভাবেই ১৪তম শিরোপা জয়ের লক্ষ্যেই ফাইনালে মাঠে নামবে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস