লেভানডোভস্কির জন্য বায়ার্নের চাওয়া ৫০ মিলিয়ন ইউরো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৯:২১ এএম, ২৫ মে ২০২২
লেভানডোভস্কির জন্য বায়ার্নের চাওয়া ৫০ মিলিয়ন ইউরো

পোলিশ তারকা রবার্ট লেভানডোভস্কিকে নিয়ে বার্সেলোনা ও বায়ার্ন মিউনিখের মধ্যে রফাদফা চলছে তো চলছেই। বায়ার্নের ইচ্ছার বিরুদ্ধে গিয়ে বার্সায় আসতে চান লেভানডোভস্কি। যে কারণে তার জন্য চড়া দাম হাঁকাচ্ছে বায়ার্ন। এবার সেটা গিয়ে ঠেকেছে ৫০ মিলিয়ন ইউরোতে।

সদ্য শেষ হওয়া ২০২১-২২ মৌসুম চলাকালেই লেভানডোভস্কি জানিয়ে দিয়েছিলেন। তিনি আর বায়ার্নে থাকছেন না। যদিও চুক্তি অনুযায়ী ২০২৩ সালের জুন পর্যন্ত তার বায়ার্নে থাকার কথা রয়েছে। তবে বাভারিয়ান ক্লাবটিতে কোনোমতেই মন টিকছে না পোলিশ তারকার।

জানা গেছে, বার্সেলোনার সঙ্গে সব কিছুতে সমঝোতায় এসেছেন লেভানডোভস্কি। তার এজেন্ট পিনি জাহাভি কিছু সময়ের জন্য বার্সেলোনা সভাপতি জোয়ান লাপোর্তার চুক্তি নিয়ে আলোচনা করেছেন। যেখানে সবকিছুই চূড়ান্ত হয়ে গেছে। এখন বাকি শুধু বায়ার্নের সঙ্গে সমঝোতা।

ওইদিকে এতো সহজেই দলের সেরা তারকাকে ছাড়তে চাচ্ছে না বায়ার্ন। ক্লাবের পরিচালক এবং কার্যনির্বাহী সদস্যরা বারবার বারবার বলছেন যে, লেভানডোভস্কি যদি তার চুক্তির মেয়াদ বাড়াতে না চাইলে তারা জোর করবেন না। তবে সে তার বর্তমান চুক্তির বাকি সময়টুকু পূরণ করুক।

বায়ার্নের এতো অনুরোধের পরও বর্তমান চুক্তির বাকি সময়টা পুরন করতে রাজি নন লেভানডোভস্কি। এটা জানার পর বায়ার্নও তার গায়ে বেশ ভালো অঙ্কের মূল্য ট্যাগ লাগিয়ে দিয়েছে। যেটা সর্বনিম্ন ৫০ মিলিয়ন ইউরো। এর নিচে যাবে না জার্মান ক্লাবটি। সর্বোচ্চ বাদই থাকুক।

বায়ার্নের এমন দাম শুনে আকাশ থেকে পড়েছে বার্সেলোনা। এর জন্য প্রস্তুত ছিল না কাতালান ক্লাবটি। তাদের ধারণা ছিল সব মিলিয়ে সর্বোচ্চ ৪০ মিলিয়ন ইউরোতে এসে দাঁড়াবে লেভানডোভস্কির দাম। তবে এই দামে খেলোয়াড় বিক্রি করার কোনো ইচ্ছা নেই বায়ার্নের।

ঐদিকে লেভানডোভস্কির বিকল্প খুঁজছে বায়ার্ন। না পাওয়া অব্দি তাকে ছাড়ার কোনো সম্ভাবনা নেই বায়ার্নের। পছন্দের যে একজন ছিল সেই আর্লিং হল্যান্ড ইতিমধ্যেই ম্যানচেস্টার সিটিতে চুক্তিবদ্ধ হয়েছেন। এখন তাদের দৃষ্টি সাসা কালাজজিক ও ডারউইনের নুনেজের দিকে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

উসমান দেম্বেলের চুক্তি নবায়নে ‘ধৈর্য্য হারাচ্ছে’ বার্সেলোনা

উসমান দেম্বেলের চুক্তি নবায়নে ‘ধৈর্য্য হারাচ্ছে’ বার্সেলোনা

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

লা লিগা সভাপতি ভিতু!

লা লিগা সভাপতি ভিতু!

ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা

ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা