কোচের চেয়ারটা বেশি দিন ফাঁকা রাখলো না জার্মান ক্লাব বরুশিয়া ডর্টমুন্ড। কারণ, নতুন কোচ বাছাই করতে বেগ পেতে হয়নি ক্লাবটির। বরুশিয়া ডর্টমুন্ডের টেকনিক্যাল ডিরেক্টর এডিন টেরজিৎসকে নতুন কোচ হিসেবে নিয়োগ দিয়েছে জার্মান ক্লাবটি।
সোমবার (২৩ মে) বিবৃতি দিয়ে নতুন কোচ নিয়োগের ব্যাপারে নিশ্চিত করেছে ডর্টমুন্ড। ২০২৫ সাল পর্যন্ত এডিনের সাথে চুক্তি করেছে তারা।
এডিন এবারই প্রথম ডর্টমুন্ড কোচ হচ্ছেন, বিষয়টা এমন নয়। এর আগেও একবার স্বল্প মেয়াদে জার্মান ক্লাবটির কোচের দায়িত্ব সামলিয়েছেন ৩৯ বছর বয়সী এডিন। ২০২০ সালের ডিসেম্বর থেকে ২০২১ সালের মে পর্যন্ত ডর্টমুন্ডের অন্তবর্তীকালীন কোচ ছিলেন তিনি। তারপর তাকে টেকনিক্যাল ডিরেক্টের পদে নিয়োগ দেওয়া হয়।
কোচ হিসেবে খুব বেশি অভিজ্ঞতা নেই এডিনের। বরুশিয়া ডর্টমুন্ডে এক মৌসুমের কোচিং অভিজ্ঞতাই তার সর্বোচ্চ। তবে ওই এক মৌসুমেই ডর্টমুন্ডকে জার্মান কাপের শিরোপা জিতিয়েছিলেন তিনি।
গত ১৯ মে (বৃহস্পতিবার) রোসাকে কোচের পদ থেকে অব্যাহতি দেয় বরুশিয়া ডর্টমুন্ড। মাত্র এক মৌসুমেই তাকে বিদায় নিতে হলো ডর্টমুন্ড থেকে। কোচ হিসেবে কিছুই জেতাতে পারেননি ক্লাবকে। ফলে তার উপর আর ভরসা করতে পারেনি বরুশিয়া ডর্টমুন্ড।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস