উসমান দেম্বেলের চুক্তি নবায়নে ‘ধৈর্য্য হারাচ্ছে’ বার্সেলোনা

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৪ পিএম, ২৪ মে ২০২২
উসমান দেম্বেলের চুক্তি নবায়নে ‘ধৈর্য্য হারাচ্ছে’ বার্সেলোনা

ফরাসি ফুটবলার উসমান দেম্বেলের সাথে অনেক দিন ধরেই চুক্তি নবায়নের চেষ্টা করছে বার্সেলোনা। তবে কোনোভাবেই চুক্তির সব বিষয়ে সম্মত হতে পারছে না দুইপক্ষ। বিপরীতে ইউরোপের বিভিন্ন ক্লাব থেকে দেম্বেলের জন্য আসছে নানা প্রস্তাব। সব মিলিয়ে ধৈর্য্য হারাতে বসেছে ক্লাব বার্সেলোনা।

২০১৭ সালে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ড থেকে স্প্যানিশ ক্লাব বার্সেলোনায় গিয়েছিলেন দেম্বেলে। তবে এ ৫ বছরে মাঠের চেয়ে হাসপাতালেই বেশি সময় কেটেছে তার। একের পর এক ইনজুরি তাকে মাঠে নিয়মিত হতে দেয়নি।

জাভি হার্নান্দেজ কোচ হয়ে আসার পর থেকে দাম্বেলের ইনজুরি প্রবণতা চোখে পড়ার মতো কমেছে। মাঠেও নিয়মিত হয়েছেন, ভালো খেলছেন। তবে তার ক্লাব ছাড়ার গুঞ্জন বন্ধ হয়নি। 

ফুটবল পাড়ায় কান পাতলেই শোনা যায়, দেম্বেলে বার্সেলোনা ছাড়বেন। অথচ কোচ এবং সতীর্থদের দেম্বেলে জানিয়েছেন, তিনি বার্সেলোনাতেই থাকতে চান।

দাম্বেলে থাকতে চাইলেও চুক্তি নাবায়নের প্রস্তাব দিলেই কোনো না কোনোভাবে সবকিছু উল্টে-পাল্টে যাচ্ছে। এদিকে, চলতি বছরের ৩০ জুন বার্সেলোনার সাথে চুক্তির মেয়াদ শেষ হবে তার। এছাড়া ইউরোপের একাধিক ক্লাব থেকে দেম্বেলের জন্য প্রস্তাবও রয়েছে।

ফরাসি ক্লাব প্যারিস সেন্ট জার্মেই (পিএসজি) এবং জার্মান ক্লাব বায়ার্ন মিউনিখ ইতিমধ্যে বার্সেলোনার কাছে দেম্বেলের জন্য প্রস্তাব পাঠিয়েছে।

বিষয়টি নিয়ে 
কয়েক দিনের মধ্যে দেম্বেলে ও তার এজেন্টের সাথে সভা করবে বার্সেলোনা। মূলত যত দ্রুত সম্ভব যেকোনো একটা সমাধানে আসতে চায় স্প্যানিশ ক্লাবটি। 

বার্সেলোনার কোচ জাভিও চান, দেম্বেলে বার্সেলোনাতে থাকুক। একই সাথে তিনি এটাও বলে দিয়েছেন যে, ক্লাবের জন্য দেম্বেলে অপরিহার্যও নয়।

ফুটবলের অনেকেই ধারণা করছেন, দেম্বেলের চুক্তি নবায়নের আসলে কোনো ইচ্ছা নেই। তিনি ক্লাবের সময় নষ্ট করছেন এবং অন্যান্য ক্লাব থেকে আসা প্রস্তাব বিবেচনা করছেন।

গত পাঁচ বছরে ওসমান দেম্বেলে বার্সেলোনার হয়ে ১০২টি ম্যাচে মাঠে নেমেছেন। যেখানে বার্সেলোনার জার্সি গায়ে গোল করেছেন ১৯টি।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

লা লিগা সভাপতি ভিতু!

লা লিগা সভাপতি ভিতু!

বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চান দানি আলভেজ

বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনায় থাকতে চান দানি আলভেজ

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

প্রস্তাব পাঠিয়েছেন বেল, ফিরিয়ে দিলো অ্যাথলেটিকো মাদ্রিদ

ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা

ম্যানসিটির কোন খেলোয়াড় গার্দিওয়ালাকে পছন্দ করে না: প্যাট্রিক এভরা