সদ্য সমাপ্ত ২০২১-২২ মৌসুমেই শেষ হয়ে গেছে গ্যারেথ বেলের নয় বছরের রিয়াল মাদ্রিদে অধ্যায়। চুক্তির মেয়াদ সম্পন্ন হওয়ায় নতুন কোনো ঠিকানা খুজতে ব্যস্ত ওয়েলস তারকা। সেই অনুযায়ী তার এজেন্ট প্রস্তাব নিয়ে গিয়েছিলেন আরেক স্প্যানিশ ক্লাব অ্যাথলেটিকো মাদ্রিদে। তবে হতাশ হতে হয়েছে তাকে। বেলকে ‘ফ্রি’তে পাওয়ার সুযোগ পেয়েও ফিরিয়ে দিয়েছে তারা।
গ্যারেথ বেল ২০২১-২২ মৌসুম শেষে রিয়াল মাদ্রিদ ছেড়ে যাবেন এটা আগেই নিশ্চিত ছিল। এমনকি তার কাছে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) কয়েকটি ক্লাব থেকে নাকি প্রস্তাবও এসেছিল। এছাড়া ইংল্যান্ডের দ্বিতীয় স্তরের ফুটবল লিগে বেলের খেলার সম্ভাবনা রয়েছে বলে জানিয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমগুলো।
তবে বেল নিজে সেসবে আগ্রহ না দেখিয়ে অ্যাথলেটিকো মাদ্রিদে খেলার আগ্রহ দেখিয়েছেন। কিন্তু তাকে নিরাশ করে প্রস্তাবটি গ্রহণ করলো না স্প্যানিশ ক্লাবটি। যে কারণে খানিক হতাশ এই তারকা।
কয়েকদিন আগে বেলের এজেন্ট বার্নেট বলেছিলেন বেলের ইপিএলে ফেরার সমূহ সম্ভাবনা রয়েছে। যদিও তারা চূড়ান্ত সিদ্ধান্ত নেননি। ওয়েলস জাতীয় ফুটবল দলের বিশ্বকাপে অংশ নেওয়া না নেওয়ার উপর অনেক কিছু নির্ভর করছে। ওয়েলস বিশ্বকাপে না গেলে বুটজোড়া পাকাপাকিভাবে তুলেও রাখতে পারেন বেল।
অনেক স্বপ্ন নিয়ে রিয়াল মাদ্রিদে এসেছিলেন বেল। প্রত্যাশার পারদ চড়িয়ে পারফর্ম করেছেন শুরু থেকেই। তবে স্বপ্ন দঃস্বপ্নে পরিণত হতে সময় লাগেনি। এমনকি রিয়ালের হয়ে শেষ ম্যাচে ডাগআউটেও জায়গা পাননি তিনি। গ্যালারিতে বসেই বিদায় নিয়েছেন বার্নাব্যু থেকে।
নয় বছরে রিয়াল মাদ্রিদের হয়ে চারটি চ্যাম্পিয়নস লিগ, তিনটি লা-লিগা, তিনটি সুপার ডি কোপা, তিনটি ইউরোপিয়ান সুপার কাপ, চারটি ক্লাব বিশ্বকাপ ও একটি কোপা দেল রে জিতেছেন বেল। রিয়ালের জার্সি গায়ে ১৭৬টি ম্যাচে মাঠ মাতিয়েছেন এই ওয়েলস ফুটবলার। যেখানে তার নামের পাশে ৮১টি গোল রয়েছে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/এএইচবি