লা লিগা সভাপতি ভিতু!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০১:৪০ পিএম, ২৪ মে ২০২২
লা লিগা সভাপতি ভিতু!

সাম্প্রতিক সময়ে ফরাসি ক্লাব পিএসজির আর্থিক অবস্থা নিয়ে তীর্ষক মন্তব্য করেছিলেন লা লিগা সভাপতি জাভিয়ের তেবাস। অন্যদিক থেকে জবাবটাও ধেয়ে আসলো তীরের মতো। তাতে লা লিগা সভাপতিকে ‘ভীতু’ বলে আখ্যায়িত করেছেন পিএসজি সভাপতি নাসের আল-খেলাইফি।

খেলাইফির মতে, জনপ্রিয়তার দিক দিয়ে লিগ ওয়ান লা লিগাকে ছাড়িয়ে যাবে, সর্বক্ষণ এই ভয়ে থাকেন তেবাস। পিএসজি সভাপতি বলেন, ‘যদিও তার কথার উত্তর লিগ ওয়ান সভাপতি ভালো দিতে পারবেন। তবে আমার মনে হচ্ছে সম্ভবত তিনি (তেবাস) ভয় পাচ্ছেন যে লিগ ওয়ান লা লিগা থেকে ভালো।’

কিলিয়ান এমবাপের সঙ্গে চুক্তি নবায়ন অনুষ্ঠানে গণমাধ্যমের সঙ্গে কথা বলার সময় একনটাই বলেছেন আল-খেলাইফি। তিনি আরও বলেন, ‘এটা আমাদের জন্য ভালো। লা লিগা তিন-চার বছর আগের মতো নেই। সব ক্লাবের প্রতি আমার শ্রদ্ধা আছে। কিন্তু আমাদেরও সম্মান দরকার। সম্মান খুবই গুরুত্বপূর্ণ।’

‘আপনি যা জিজ্ঞাসা করেছেন আমি সেদিকে যাচ্ছি না, কারণ এটি আমার ভাবনার বিষয় নয়। আমরা আমাদের ক্লাবের দিকে, বিশ্বের সেরা খেলোয়াড়ের দিকে মনোনিবেশ করছি। এটাই ভাবনার বিষয়।’ - খেলাইফি যোগ করেন।

কে কি বললো সেটা ভেবে দেখার সময় পিএসজির নেই। বরং নিজেদের কাজের দিকেই মনোযোগ তাদের। খেলাইফি বলেন, ‘আমাদের সাথে তিন বছর ধরে বিশ্বের সেরা খেলোয়াড় আছে। অন্যরা কী বলে তা কোনো বিষয় নয়। আমরা এটা শুনি না। আমরা আমাদের কাজের দিকে লক্ষ্য ঠিক রেখেছি।’

এই সময় এমবাপের নতুন চুক্তিতে অর্থের পরিমাণ সম্পর্কে খেলাইফিকে জিজ্ঞেস করা হয়েছিল। কিন্তু কোনো উত্তর দিতে রাজি হননি তিনি। তার জবাব, ‘আমরা সংখ্যাটা প্রকাশ করতে চাচ্ছি না। তবে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় হলো, এমবাপে আমাদের আগামী পরিকল্পনার অংশ।’

আগামীতে সবাই নতুন এক পিএসজিকে দেখতে পাবে জানিয়ে খেলাইফি বলেন, ‘এটা সমস্ত পিএসজি সমর্থক এবং লিগ ওয়ানের জন্য খুব গুরুত্বপূর্ণ দিন। আমাদের সঙ্গে বিশ্বের সেরা খেলোয়াড় থাকবে। এটা কেবল জয়ের স্বপ্ন দেখাচ্ছে। আমরা বিশ্বের সেরা লিগগুলোর মধ্যে একটি হবো।’

ঐদিকে লা লিগা কর্তৃপক্ষ শনিবার (২১ মে) জানিয়েছে, তারা পিএসজির বিরুদ্ধে উয়েফার কাছে অভিযোগ জমা দিবে। তাদের দাবি, এমবাপেকে দলে রাখার জন্য তারা আর্থিক লেনদেনের নিয়ম ভঙ্গ করেছে।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

টাকা নিয়ে কোনো আলোচনা করিনি: এমবাপে

টাকা নিয়ে কোনো আলোচনা করিনি: এমবাপে

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'

রেকর্ড গড়ে রোমারিও-রোনালদোর পাশে নেইমার

রেকর্ড গড়ে রোমারিও-রোনালদোর পাশে নেইমার

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন এমবাপে

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন এমবাপে