বার্সেলোনায় নিজের দ্বিতীয় ধাপে ডাগআউটেই বেশি সময় কাটছেন দানি আলভেজ। মন খারাপ হলেও পরিস্থিতি মেনে নিচ্ছেন তিনি। শুধু তাই নয়, অন্তত বিশ্বকাপ পর্যন্ত ন্যূ ক্যাম্পেই থাকতে চান ব্রাজিলিয়ান এ ফুটবলার। তবে নিজেও নিশ্চিত নন যে, বার্সেলোনা চুক্তির মেয়াদ বাড়াবে কি-না!
বার্সেলোনা ইতিহাসের স্বর্ণালী অধ্যায়ের অন্যতম সদস্য ব্রাজিলিয়ান ফুটবলার দানি আলভেজ। প্রথম দফায় ২০০৮ থেকে ২০১৬ সাল পর্যন্ত বার্সেলোনার জার্সি গায়ে ন্যূ ক্যাম্প মাতিয়েছেন তিনি। ৮ বছরের একাধিক শিরোপাও জিতেছেন। পেপ গার্দিওয়ালার অধীনে বার্সেলোনার ট্রেবল জয়ী দলের গুরুত্বপূর্ণ সদস্য ছিলেন আলভেজ।
২০১৬ সালে স্পেন ছেড়ে যাওয়ার পর ২০২১ সালে পুনরায় বার্সেলোনায় ফিরে আসেন। ২০২১-২২ মৌসুমের মাঝপথে ব্রাজিলিয়ান ক্লাব সাউ পাউলো থেকে আলভেজকে দলে ভেড়ায় বার্সেলোনা। মৌসুম শেষ পর্যন্ত চুক্তি ছিল এ ব্রাজলিয়ানের। ফলে মৌসুম শেষ হওয়ায় বার্সেলোনার সাথে দানি আলভেজের চুক্তির মেয়াদও শেষ।
তবে অন্তত বিশ্বকাপ পর্যন্ত বার্সেলোনাতে থাকতে চান দানি আলভেজ। ক্লাবটিতে থেকেই ব্রাজিলের কাতার বিশ্বকাপের দলে নিজের নাম লেখাতে চান তিনি। ইতিমধ্যে ক্লাবকে তার ইচ্ছা কথা জানিয়েও দিয়েছেন।
দানি আলভেজ বলেন, “আমি জানি না এটা আমার শেষ ম্যাচ (বার্সেলোনা বনাম ভিলারিয়াল) কি-না। আমি বর্তমানে বাস করি, ভবিষ্যৎ নিয়ে চিন্তা করি না।”
ক্লাবে থাকতে তার ইচ্ছা থাকলেও বিষয়টি তার উপর নির্ভর করছে না বলেও জানিয়েছেন তিনি। আলভেজ বলেন, “আমার ইচ্ছা এখানে থাকার। কারণ, আমি ক্লাবকে সাহায্য করে যেতে চাই। কিন্তু এটা আমার উপর নির্ভর করছে না।”
দ্বিতীয় দফার বার্সেলোনা ক্যারিয়ারে ১৭টি ম্যাচ খেলেছেন দানি আলভেজ। যেখানে একটি গোল করেছেন এবং ৩টি গোলে সহায়তা করেছেন। দুই দফা মিলিয়ে বার্সেলোনার হয়ে মোট ২৬৪ ম্যাচে মাঠে নেমছেন দানি আলভেজ। আর সব মিলিয়ে গোল করেছেন ১৫টি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস