চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন এমবাপে!

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৫:৪৫ পিএম, ২৩ মে ২০২২
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন এমবাপে!

ফরাসি তারকা ফুটবলার কিলিয়ান এমবাপেকে দলে ভেড়ানোর সর্বোচ্চ চেষ্টা করেছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদ। এমবাপেও আগ্রহ দেখিয়েছিলেন মাদ্রিদে যাওয়ার। তবে শেষ পর্যন্ত প্যারিস সেইন্ট জার্মেইয়ের সাথে নতুন চুক্তি করে ফ্রান্সেই থেকে যান তিনি। তবে রিয়াল মাদ্রিদের প্রতি তার দুর্বলতা অনেক আগে থেকেই প্রকাশিত। আসন্ন চ্যাম্পিয়নস লিগ ফাইনালেও তাই রিয়াল মাদ্রিদকেই সমর্থন করবেন এমবাপে।

২০২১ সালে এমবাপে সরাসরিই রিয়াল মাদ্রিদে যেতে চেয়েছিলেন। এমনকি এবারও স্প্যানিশ ক্লাবটির সাথে চুক্তির ব্যাপারে মৌখিকভাবে সমঝোতা হয়ে গেছিলো এমবাপের। সবাই ধরেই নিয়েছিলো ফ্রান্স ছেড়ে স্পেনকেই নতুন ঠিকানা বানাবেন তিনি।

পিএসজি বা রিয়াল মাদ্রিদ, কোন ক্লাবের সাথেই চুক্তির বিষয়ে সরাসরি কোন মন্তব্য করেননি এই ফরাসি ফুটবলার। একই সাথে দুই ক্লাবের সাথে আলোচনা চালিয়ে যাচ্ছিলেন তিনি। আর সে আলোচনায় আন্তর্জাতিক গণমাধ্যেমের খবর অনুযায়ী রিয়ালের পাল্লাই ভারী ছিল। 

তবে আচমকায় পাশার দান উল্টে যায়। পিএসজিতেই থেকে যাওয়ার সিদ্ধান্ত নেন ফরাসি ফুটবলার। আর এতে করে রিয়াল মাদ্রিদ সমর্থকদের হতাশার বিষয়টি বুঝতে পারছেন কিলিয়ান এমবাপে। 

তাকে দলে পেতে উদগ্রীব ছিলো রিয়াল মাদ্রিদ এবং তারা শেষ পর্যন্ত তাকে আনার চেষ্টা চালিয়ে গেছে। রিয়ালে না গেলেও শৈশবের প্রিয় ক্লাবটির প্রতি আলাদা ভালোলাগা রয়েছে তার। এ কারণে রিয়াল মাদ্রিদের প্রতি কৃতজ্ঞতাও প্রকাশ করেছেন এমবাপে।

তিনি বলেন, “আমি আন্তরিকভাবে রিয়াল মাদ্রিদ এবং তাদের সভাপতি ফ্লোরেন্তিনো পেরেসকে ধন্যবাদ জানাতে চাই। এমন একটি দুর্দান্ত ক্লাবে যোগ দেওয়ার সুযোগ এবং আমাকে পেতে যে তাদের এত আগ্রহ, সে সম্পর্কে আমি জানি। আমি তাদের হতাশাটাও বুঝতে পারছি।”

চলতি বছরের ২৮ মে প্যারিসের মাঠে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ। ওই ম্যাচে রিয়াল মাদ্রিদকে সমর্থন করবেন বলে জানিয়েছেন ২০১৮ বিশ্বকাপের সেরা তরুণ ফুটবলার।

ফ্রান্সের বিশ্বকাপ জয়ী এই ফুটবলার বলেন, “প্যারিসে চ্যাম্পিয়ন্স লিগের ফাইনালে আমি তাদের সবচেয়ে বড় ভক্ত হব। এখানে আমার বাড়ি।”

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

আরও দুই বছর বায়ার্নে থাকছেন নয়্যার

আরও দুই বছর বায়ার্নে থাকছেন নয়্যার

যুগ যুগ ধরে মানুষ আমাদের মনে রাখবে: গার্দিওয়ালা

যুগ যুগ ধরে মানুষ আমাদের মনে রাখবে: গার্দিওয়ালা

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অনিশ্চিত লিভারপুলের থিয়াগো

চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অনিশ্চিত লিভারপুলের থিয়াগো