চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অনিশ্চিত লিভারপুলের থিয়াগো

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০২:২১ পিএম, ২৩ মে ২০২২
চ্যাম্পিয়নস লিগ ফাইনালে অনিশ্চিত লিভারপুলের থিয়াগো

দারুণ এক মৌসুম কাটাচ্ছে লিভারপুল। মৌসুমে সম্ভাব্য চার শিরোপার দুইটা ইতিমধ্যে জিতেছে ইংলিশ ক্লাবটি। ইংলিশ প্রিমিয়ার লিগ (ইপিএল) হাতছাড়া হয়েছে অল্পের জন্য। নিজের দল নিয়ে গর্বিত লিভারপুল বস ইয়ুর্গেন  ক্লপ। তবে ইপিএলের শেষ ম্যাচে পাওয়া থিয়াগোর চোট চিন্তায় ফেলে দিয়েছে অলরেড বসকে।

৩৮ ম্যাচে ৯২ পয়েন্ট নিয়েও লিগে রানার্সআপ হতে হলো লিভারপুলকে। বিগত মৌসুমগুলোতে দুই ইংলিশ জায়ান্ট লিভারপুল ও ম্যানচেস্টার সিটির লড়াইটা হয় দেখার মতো। যার কারণে এখন ৯২ পয়েন্ট নিয়েও একটা দলকে থাকতে হচ্ছে রানার্সআপ হয়ে। 

ইপিএলের শেষ দিন পর্যন্ত শিরোপা দৌড়ে বেশ ভালোভাবেই ছিল লিভারপুল। নিজেদের জয় এবং ম্যানসিটির হার প্রয়োজন ছিল শেষ ম্যাচে। তবে নিজেদের জয় সত্ত্বেও সিটি জিতে যাওয়ায় শিরোপা জেতা হয়নি লিভারপুলের।

শিরোপা লড়াইয়ে থাকায় শেষ ম্যাচেও পূর্ণ শক্তির দলই নামাতে হয়েছে ক্লপকে। আর সেটাই হিতে বিপরীত হয়েছে তার জন্য। কাজের কাজ তো হয়নি, উল্টো এখন চ্যাম্পিয়নস লিগের ফাইনালে থিয়াগোকে পাওয়া নিয়ে দেখা দিয়েছে অনিশ্চয়তা। ইপিএলের শেষ ম্যাচে চোট পেয়ে খুড়িয়ে খুড়িয়ে মাঠ ছেড়েছেন লিভারপুলের স্প্যানিশ ফুটবলার।

চ্যাম্পিয়নস লিগের ফাইনালে থিয়াগোকে পাওয়া নিয়ে খুব একটা আশাবাদী নন লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ। বলেন, “আমার মনে হচ্ছে থিয়াগো হয়তো ফাইনাল (চ্যাম্পিয়নস লিগ) খেলবে না। তবে আমি নিশ্চিতভাবে বলতে পারছি না। ও খোঁড়াচ্ছে। ভালো কিছুর ইঙ্গিত দেয় না এটা।"

ইপিএলের মৌসুম জুড়ে দারুণ পারফর্মেন্স করেছে লিভারপুল। শেষ মুহূর্ত পর্যন্ত শিরোপা লড়াইয়ে ম্যানসিটির ঘাড়ে নিঃশ্বাস ফেলেছে অলরেডরা। শেষ পর্যন্ত শিরোপা হাতছাড়া হলেও এই দল নয়ে গর্বিত লিভারপুল কোচ ইয়ুর্গেন ক্লপ।

স্পোর্টসমেইল২৪/এসকেডি 



শেয়ার করুন :


আরও পড়ুন

যুগ যুগ ধরে মানুষ আমাদের মনে রাখবে: গার্দিওয়ালা

যুগ যুগ ধরে মানুষ আমাদের মনে রাখবে: গার্দিওয়ালা

চট্টগ্রামের পর ঢাকাতেও লিটন-মুশফিকের ফিফটি

চট্টগ্রামের পর ঢাকাতেও লিটন-মুশফিকের ফিফটি

১৩ বছর পর সাকিবের গোল্ডেন ডাক

১৩ বছর পর সাকিবের গোল্ডেন ডাক

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'

পিএসজির কোচ হওয়ার প্রস্তাবে জিদানের ‘না'