অ্যাস্টন ভিলার বিপক্ষে জয় দিয়েই ২০২১-২২ মৌসুমে ইংলিশ প্রিমিয়ার লিগের (ইপিএল) শিরোপা নিশ্চিত করেছে ম্যানচেস্টার সিটি। রেফারি শেষ বাঁশি বাজানোর সাথে সাথেই শিরোপা উৎসবে মেতে ওঠে সিটির সমর্থেকেরা। এর মধ্যেই ঘটে যায় এক অপ্রীতিকর ঘটনা। ম্যাচ শেষে মাঠে ঢুকে যাওয়া সিটি সমর্থকদের আক্রমণের শিকার হয়েছেন অ্যাস্টন ভিলার গোলরক্ষক। যদিও পরে এ বিষয়ে ক্ষমা চ্যেয়ছে ম্যানচেস্টার সিটি।
রোববার (২২ মে) মৌসুমের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলার বিপক্ষে ঘরের মাঠে মুখোমুখি হয়েছিল ম্যানচেস্টার সিটি। দুইবার পিছিয়ে পড়েও শেষ পর্যন্ত দারুণ এক প্রত্যাবর্তনে জয়ের পাশাপাশি শিরোপাও নিশ্চিত করে পেপ গার্দিওয়ালার দল।
রেফারি খেলা শেষ করার মুহূর্তের মধ্যেই নিরাপত্তা বেষ্টনী ভেঙে মাঠে ঢুকে পড়েন ম্যানচেস্টার সিটির সমর্থকেরা। শিরোপা উদযাপনে মেতে ওঠেন সবাই। তখনও দুই দলের খেলোয়াড়রা মাঠে ছেড়ে যেতে পারেননি।
পরিস্থিতি সামলাতে বেশ বেগ পেতে হয়েছে নিরাপত্তাকর্মীদের। এরই মধ্যে অপ্রীতিকর ঘটনার জন্ম দিয়েছেন সিটিজেন সমর্থেকরা। শিরোপা উৎসবের মাঝেই অ্যাস্টন ভিলার গোলরক্ষকে আক্রমণ করে বসে তারা।
শিরোপা উদযাপনের এরকম আনন্দ-উল্লাসের সময়ে এই অনাকাঙ্ক্ষিত বিষয় ঘটে যাওয়ায় বিব্রত ম্যানচেস্টার সিটি কর্তৃপক্ষ। এই ঘটনার জন্য ক্লাবের পক্ষ থেকে ক্ষমা চেয়ে বিবৃতিও দেওয়া হয়েছে। এছাড়া যারা দোষী প্রমাণিত হবে, তাদেরকে ইতিহাদ স্টেডিয়াম থেকে আজীবনের জন্য নিষিদ্ধ করার ঘোষণা দিয়েছে ম্যানচেস্টার সিটি।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/এএইচবি