পাঁচ মৌসুমে চারটি শিরোপা জয়! তাও আবার ইংলিশ প্রিমিয়ার লিগে (ইপিএল), যাকে বলা হয় পৃথিবীর সবচেয়ে কঠিনতম লিগ। তাই এই সাফল্য স্মরণীয় হয়ে থাকারই কথা। সেটা আরেকবার মনে করিয়ে দিলেন ম্যানচেস্টার সিটির বস পেপ গার্দিওয়ালা। তার মতে, এই সাফল্যের কারণে মানুষ তাদের যুগ যুগ মনে রাখবে।
২০১৬ সালে ম্যানচেস্টার সিটির কোচ হয়ে ইতিহাদে পা রেখেছিলেন গার্দিওয়ালা। ইতিহাদে যাওয়ার পর থেকেই সাফল্যের ভেলায় ভাসিয়েছেন সিটিকে। পাঁচ মৌসুমে চারটি ইপিএল শিরোপা বাগিয়ে নিয়েছেন এই স্প্যানিশ কোচ।
রোববার (২২ মে) ইপিএলের পর্দা নামার দিনে শিরোপা নিশ্চিত করে ম্যানচেস্টার সিটি। শেষ পর্যন্ত ঘাড়ে নিঃশ্বাস ফেলে চললেও সিটির সঙ্গে আর পেরে ওঠেনি তারা। তবে লিভারপুল সিটিকে প্রতি মুহূর্তে মনে করিয়ে দিয়েছে যে তাদের পিছনেই ছুটছে অলরেডরা।
সিটি পা হড়কালেই সুযোগটা লুফে নিতো জার্গেন ক্লপের দল। মাঝেমধ্যে পচা শামুকে সিটির পা কাটলেও শেষ পর্যন্ত সামলিয়ে নিয়েছে তারা। মৌসুমের শেষ দিনে ঘরের মাঠেই শিরোপা নিশ্চিত করে উৎসবে মেতে ওঠে সিটিজেনরা।
যদিও শেষ দিনে এসে সহজেই শিরোপা নিশ্চিত করতে পারেনি সিটি। জয়ের বিকল্প নেই এমন ম্যাচেই ঘরের মাঠে দুই গোলে পিছিয়ে পড়েছিল তারা। পরে অবশ্য শেষ দিকে ৫ মিনিটের ঝড়ে ৩-২ গোলের ব্যবধানে ম্যাচ জয়ের সঙ্গে শিরোপা জয়ও নিশ্চিত করে গার্দিওয়ালার দল।
ম্যানচেস্টার সিটির সাফল্যে নিজেদের কিংবদন্তি মনে হচ্ছে পেপ গার্দিওয়ালার। ম্যাচ শেষে তিনি বলেন, “আমরা কিংবদন্তি। এই দেশে প্রিমিয়ার লিগের মতো কঠিন একটা লিগে পাঁচবারের মধ্যে চারবার জেতা, এটা কোনো সাধারণ অর্জন নয়। কারণ একটাই, ছেলেগুলোও অসাধারণ। আমাদের যুগ যুগ ধরে মানুষ মনে রাখবে।”
ম্যাচ শেষে শিরোপা উৎসবে ক্যামেরা লেন্স খুঁজে নিয়েছিল গার্দিওয়ালাকে। তাতে দেখা যায়, আনন্দে কাঁদছেন সিটি বস। এ তো কান্না নয়, আনন্দাশ্রু! মৌসুম জুড়ে লিভারপুল যেভাবে চাপে রেখেছে তাতে করে এরকম রোমাঞ্চকর অধ্যায় শেষে জয়ী দলের কোচ তো একটু আবেগাক্রান্ত হবেনই।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/এএইচবি