যেখানে গার্দিওয়ালা সবার শীর্ষে

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:০৭ এএম, ২৩ মে ২০২২
যেখানে গার্দিওয়ালা সবার শীর্ষে

পেপ গার্দিওয়ালাকে নিয়ে নতুন করে কিছু বলার নেই। ম্যানেজার হিসেবে নিজের ফুটবলার ক্যারিয়ারকেও ছাপিয়ে গেছেন এই স্প্যানিশ কোচ। যেখানেই হাত দিচ্ছেন, সাফল্য এসে ধরা দিচ্ছে। এবার দুর্দান্ত এক রেকর্ড গড়েছেন তিনি। ম্যানচেস্টার সিটিকে লিগ শিরোপা জেতানোর মধ্যে দিয়ে প্রিমিয়ার লিগের ইতিহাসে বিদেশী কোচ হিসেবে শিরোপা জয়ের তালিকায় শীর্ষে অবস্থান করেছেন গার্দিওয়ালা।

রোববার (২২ মে) রাতে ইতিহাদ স্টেডিয়ামে শেষ রাউন্ডে নিজেদের শেষ ম্যাচে অ্যাস্টন ভিলাকে ৩-২ গোলে হারিয়ে চ্যাম্পিয়ন হয় সিটি। এই শিরোপা জয়ের মধ্যে দিয়েই বিদেশী কোচ হিসেবে সবার শীর্ষে পৌছে গেছেন সাবেক এই স্প্যানিয়ার্ড। তিনি ছাড়িয়ে গেছেন হোসে মরিনহো ও আর্সেন ওয়েঙ্গারকে।

লিভারপুলকে পেছনে ফেলে শিরোপা জেতার মাধ্যমে এ নিয়ে সবশেষ পাঁচ আসরের চারটিতেই চ্যাম্পিয়ন হলো সিটি। আর এই চারবারই সিটিজেনদের দায়িত্বে ছিলেন গার্দিওয়ালা। ইংলিশ প্রিমিয়ার লিগে দেশী বিদেশী মিলিয়ে সর্বাধিক সফল কোচদের তালিকায় শীর্ষ নামগুলো সব ইংলিশদের।

এই তালিকায় সবার ওপরে আছেন ম্যানচেস্টার ইউনাইটেডের সাবেক সফল কোচ স্যার আলেক্স ফার্গুসন। প্রিমিয়ার লিগের ইতিহাসে সবচেয়ে সফল কোচের মুকুট এখনো তার। ম্যানচেস্টার ইউনাইটেডের হয়ে রেকর্ড ১৩ বার লিগ শিরোপার স্বাদ পেয়েছেন কিংবদন্তি এই স্কটিশ।

ফার্গুসনের পরই আছেন আরেক স্কটিশ কেনি ডালগিশ। সাবেক এই ফরোয়ার্ড লিভারপুলের হয়ে তিনবার ও ব্ল্যাকবার্ন রোভার্সের হয়ে একবার নিয়ে মোট চারবার চ্যাম্পিয়ন হয়েছেন। তিনি গার্দিওয়ালার সঙ্গে যৌথভাবে দুইয়ে অবস্থান করেছেন। তিনটি করে শিরোপা নিয়ে তিনে আছেন মরিনহো ও ওয়েঙ্গার।

ইউরোপের শীর্ষ সারির ফুটবলে ১৩ বছরের কোচিং ক্যারিয়ারে এই নিয়ে মোট ১০ বার লিগ শিরোপা জিতলেন গুয়ার্দিওলা। এর আগে স্বদেশী ক্লাব বার্সেলোনার হয়ে তিনবার লা লিগার ট্রফি ও বায়ার্নের হয়ে তিনবার জার্মান বুন্ডেসলিগা জিতেছেন এই স্প্যানিয়ার্ড।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানসিটি

লিভারপুলকে হতাশায় ডুবিয়ে প্রিমিয়ার লিগের শিরোপা জিতলো ম্যানসিটি

প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় ফিল ফোডেন

প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় ফিল ফোডেন

গার্দিওয়ালার ‘বিখ্যাত’ দশ উক্তি

গার্দিওয়ালার ‘বিখ্যাত’ দশ উক্তি

রিয়ালের কাছে হারে কিছুই যায়-আসে না: গার্দিওয়ালা

রিয়ালের কাছে হারে কিছুই যায়-আসে না: গার্দিওয়ালা