টানা দুই মৌসুমে চতুর্থ স্থানে থেকে সিরি ‘এ’ মিশন শেষ করেছে জুভেন্টাস। ২০২১-২২ মৌসুমের তাদের ঘরের উঠেনি কোনো শিরোপা। ট্রফি জিততে না পারা জুভেন্টাসকে নতুন মৌসুমে শিরোপা জিততে হলে কি করতে হবে, তা জানিয়ে দিয়েছে ইতালিয়ান ক্লাবটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। জানিয়েছেন, তরুণদের সাথে অভিজ্ঞ খেলোয়াড় থাকলেই শিরোপা জয় নিশ্চিত করা সম্ভব।
২০২০-২১ মৌসুম শেষে ক্লাব ছেড়েছেন পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। আর চলতি ২০২১-২২ মৌসুম শেষে দল ছেড়েছেন পাওলো দিবালা এবং জর্জিও কিয়েলিন্নি।
অভিজ্ঞ ফুটবলারদের দল ছেড়ে যাওয়ায় নিশ্চিতভাবেই কমছে জুভেন্টাসের শক্তি। আর তাদের এই অপূর্ণ জায়গাকে পূর্ণ করতে হলে অভিজ্ঞ ফুটবলারদের দলে ভেড়াতে হবে বলে জানিয়েছেন তিনি। ২০২২-২৩ মৌসুমে অভিজ্ঞ ফুটবলারদের দলে ভেড়ানোই মূল লক্ষ্য বলে জানিয়েছেন অ্যালেগ্রি।
তিনি বলেন, “প্রত্যেকদিনই সংবাদপত্রগুলো বিভিন্ন নাম লিখছে। কিন্তু আমাদের প্রথমে বিরতি নিতে হবে। এরপরে আমরা ভাবনা চিন্তা করবো কিভাবে দল সাজাবো।”
তিনি আরও বলেন, “এখানে অনেক উন্নতির জায়গা আছে। এটা স্বাভাবিক আপনার তরুণ এবং অভিজ্ঞদের সংমিশ্রণ দরকার। কিন্তু এটা সত্যি যে, শুধু তরুণ খেলোয়াড়দের নিয়ে শিরোপা জয় কঠিন কাজ।”
অভিজ্ঞ ফুটবলারদের সাথে তরুণদেরকে রেখে নতুন দল গঠনে বেশি মনোযোগী হতে চান ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। বলেন, “অভিজ্ঞদের সাথে থেকেই তরুণ ফুটবলাররা শিখবে। আমাদের অভিজ্ঞ-তরুণ মিলিয়ে দল সাজাতে হবে।”
কোচিং ক্যারিয়ারে প্রথমবারের মতো শিরোপার দৌড় থেকে দল নিয়ে বেশ আগেই ছিটকে গেছেন ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি। প্রথমবারের মতো এই অভিজ্ঞতার মুখোমুখি হয়ে বলেন, “পাঁচ বছর পর শিরোপাহীন একটি মৌসুম কাটাবো। প্রথমবারের মতো দল নিয়ে শিরোপা দৌড়ে নেই। এতে আমি মোটেও খুশি না।”
স্পোর্টসমেইল২৪/পিপিআর