রেকর্ড গড়ে রোমারিও-রোনালদোর পাশে নেইমার

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১২:৪৪ পিএম, ২২ মে ২০২২
রেকর্ড গড়ে রোমারিও-রোনালদোর পাশে নেইমার

বিশ্বসেরা হওয়ার সকল উপাদানই ছিল ব্রাজিলিয়ান তারকা নেইমার জুনিয়রের মাঝে। তবে নিজের খামখেয়ালীর কারণে তেমন আলো ছড়াতে পারেননি। এর মাঝেও দুর্দান্ত এক রেকর্ড গড়ে ফেলেছেন নেইমার। বিশ্বের তৃতীয় খেলোয়াড় হিসেবে ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ১শ’ এর বেশি গোলের রেকর্ড গড়েছেন ব্রাজিলিয়ান সেনসেশন।

এই রেকর্ডে এর আগে নাম ছিল মাত্র দুইজন খেলোয়াড়ের। তারা হলেন নেইমারেরই স্বদেশী কিংবদন্তি ফুটবলার রোমারিও এবং পর্তুগিজ তারকা ক্রিস্টিয়ানো রোনালদো। ফুটবল ইতিহাসে এর আগে এই দু’জনই কেবল ভিন্ন তিনটি ক্লাবের হয়ে ১শ’ এর বেশি গোলের এই বিরল কীর্তি গড়তে পেরেছিল। নেইমারকে নিয়ে এ তালিকায় সদস্য সংখ্যা হলো তিন।

নেইমার ক্যারিয়ার শুরু করেছিলেন ব্রাজিলিয়ান ক্লাব সান্তোসের হয়ে। সান্তোসের জার্সি গায়ে ২২৫টি ম্যাচে ১৩৬ গোল করেছেন তিনি। এরপর স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে ১৮৬ ম্যাচে করেছেন ১০৫ গোল। সবশেষ ফরাসি জায়ান্ট পিএসজির হয়ে ১৪৪ ম্যাচে ছুঁয়েছেন শততম গোলের মাইলফলক।

নেইমারের আগে রোমারিও পিএসভি আইনহোভেন, ভাস্কো দা গামা এবং ফ্ল্যামেঙ্গোর হয়ে ১শ’এর বেশি গোল করেছিলেন। এই দিক দিয়ে সবচেয়ে এগিয়ে রয়েছেন রোনালদো। তিনি এই কীর্তি গড়েছেন ফুটবল ইতিহাসের তিনটি বড় ক্লাব ম্যানচেস্টার ইউনাইটেড, রিয়াল মাদ্রিদ এবং জুভেন্টাসের হয়ে।

তিনটি ভিন্ন ক্লাবের হয়ে ১শ’এর বেশি গোলের রেকর্ড ছাড়াও একই ক্লাবের হয়ে ৫০টির বেশি গোলে সহায়তাও করেছেন নেইমার। এই জায়গায় আবার নেইমার একমাত্র। এই কীর্তি তার আগে আধুনিক যুগে কোনো ফুটবলার করেননি। সামনে হয়তো নিজেকেই ছাড়িয়ে যাবেন ব্রাজিলিয়ান তারকা।

নেইমারের এমন কীর্তির দিনে লিগ ওয়ানে দারুণ এক জয় পেয়েছে তার ক্লাব পিএসজি। কিলিয়ান এমবাপের হ্যাটট্রিক, ডি মারিয়ার এক গোল ও নেইমারের রেকর্ড গড়া গোলে ৫-০ গোলের বড় ব্যবধানে পিএসজি উড়িয়ে দিয়েছে মেসকে। এই জয়ে টেবিলে শীর্ষে থেকে মৌসুমে শেষ করলো ফরাসি ক্লাবটি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন এমবাপে

পিএসজির সঙ্গে চুক্তি নবায়ন করলেন এমবাপে

চুক্তি নবায়নের রাতে এমবাপের হ্যাটট্রিক, পিএসজির গোল উৎসব

চুক্তি নবায়নের রাতে এমবাপের হ্যাটট্রিক, পিএসজির গোল উৎসব

লেভানডোভস্কিকে কিনতে পারবে না বার্সেলোনা: লা-লিগা সভাপতি

লেভানডোভস্কিকে কিনতে পারবে না বার্সেলোনা: লা-লিগা সভাপতি

প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় ফিল ফোডেন

প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় ফিল ফোডেন