চুক্তি নবায়নের রাতে এমবাপের হ্যাটট্রিক, পিএসজির গোল উৎসব

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৭ এএম, ২২ মে ২০২২
চুক্তি নবায়নের রাতে এমবাপের হ্যাটট্রিক, পিএসজির গোল উৎসব

ফরাসি তারকা কিলিয়ান এমবাপের দলবদল নিয়ে কম জলঘোলা হয়নি। সবাই ধরেই নিয়েছিল রিয়ালে যাচ্ছেন তিনি। তবে শেষ মুহূর্তে এসেই পাশার দানটা উল্টে দিলেন পিএসজি তারকা। রয়ে গেলেন স্বদেশী ক্লাবেই। নতুন করে করলেন চুক্তিও। চুক্তি নবায়নের রাতেই হ্যাটট্রিক করে মৌসুমের শেষটা রাঙালেন এমবাপে। তার হ্যাটট্রিকের রাতে মেসকে ৫-০ গোলের ব্যবধানে উড়িয়ে দিয়েছে পিএসজি।

বাংলাদেশ সময় শনিবার (২১ মে) দিবাগত রাতে ঘরের মাঠ পার্ক দেস প্রিন্সেসে ম্যাচের শুরু থেকেই নিজেদের চেনা রূপে খেলতে থাকে মারিসিও পচেত্তিনোর দল। ম্যাচের মাত্র চার মিনিটের মাথায় প্রথম আক্রমণ করে বসে তারা। তবে অ্যাঞ্জেল ডি মারিয়ার নেয়া শট ঠেকিয়ে দেন মেস গোলরক্ষক।

এরপর আক্রমণের পর আক্রমণ শানিয়ে গেলেও গোলের দেখা পাচ্ছিলো না ফরাসি জায়ান্টরা। অবশেষে ২৪ মিনিটে প্রথমবার পিএসজি সমর্থকদের উল্লাসের উপলক্ষ্য এনে দেন আলোচিত তারকা এমবাপে। ডি মারিয়ার চমৎকার পাস ধরে ডি-বক্সে ঢুকে জাল খুঁজে নেন ফরাসি তারকা।

প্রথম গোল করার পরে গোলের নেশা চেপে বসে এমবাপেকে। এর চার মিনিট পর আবার জাল খুঁজে নেন তিনি। ২৯ মিনিটের মাথায় মেসির রক্ষণচেরা পাসে ডি-বক্সের মাথায় বল পেয়ে যান পেয়ে যান তরুণ ফরোয়ার্ড। তাই দেখে এগিয়ে আসেন মেস গোলরক্ষক, তাকে ধোকা দিয়ে জাল কাঁপিয়ে দেন এমবাপে।

এমবাপের গোল উৎসবে খানিকবাদে যোগ দেন ব্রাজিলিয়ান তারকা নেইমারও। ৩২ মিনিটে মেসির পা হয়ে বল পেয়ে যান ডি মারিয়া। আর্জেন্টাইন মিডফিল্ডারের সামনে একাই ছিলেন গোলরক্ষক। বুদ্ধি খাটিয়ে স্লাইডে বলটা নেইমারের দিকে দেন তিনি। চমৎকার ফিনিশিংয়ে বাকিটা সারেন নেইমার।

প্রথমার্ধে ৩-০ গোলে এগিয়ে থেকে বিরতিতে যায় পিএসজি। বিরতির পর নেমেও গোলের ধারা অব্যাহত রাখে ফরাসি জায়ান্টরা। তাতে ৫০ মিনিটেই নিজের হ্যাটট্রিক পূরণ করে ফেলেন এমবাপে। মেস ডিফেন্ডার কুইয়াতের বদৌলতে বল পেয়ে আসরে ২৮তম গোলটি করেন তিনি, পূরন হয় হ্যাটট্রিক।

৬৭তম মিনিটে মেসের জালে শেষ পেরেকটি ঠুকে দেন বিদায়ী তারকা ডি মারিয়া। এমবাপের বাড়ানো বল বুক দিয়ে নামিয়ে বুলেট গতির শট নেন মেসি। কিন্তু বল পোস্টে লেগে এসে জমা হয় ডি মারিয়ার পায়ে। নিজের বিদায়ী ম্যাচে ফাঁকা জালে বল পাঠাতে কোনো কষ্টই হয়নি তার। এই জয়ে ৩৮ ম্যাচে ২৬ জয় ও আট ড্রতে ৮৬ পয়েন্ট নিয়ে লিগ শেষ করল পিএসজি।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজিতে থাকতে ‘নীতিগতভাবে সম্মত’ এমবাপে

পিএসজিতে থাকতে ‘নীতিগতভাবে সম্মত’ এমবাপে

বৃষ্টির মাঝে মোহনবাগানের ‌ঝড়, বসুন্ধরার লজ্জার হার

বৃষ্টির মাঝে মোহনবাগানের ‌ঝড়, বসুন্ধরার লজ্জার হার

প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় ফিল ফোডেন

প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড় ফিল ফোডেন

দাদা হলেন জিনেদিন জিদান

দাদা হলেন জিনেদিন জিদান