নির্দিষ্ট সময়ে শুরু হওয়ার পর মুষুলধারে বৃষ্টির কারণে স্থগিত হয়েছিল এ টি কে মোহনবাগান ও বসুন্ধরা কিংসের মধ্যকার ম্যাচটি। এএফসি কাপে ‘ডি’ গ্রুপের ম্যাচটি পুনরায় মাঠে গড়ালে ঝিরি ঝিরি বৃষ্টির মাঝে ঝড় তোলে মোহনবাগান। ক্রিস্টিয়ান কোলাসোর হ্যাটট্রিকে প্রথম ম্যাচে জয় পাওয়া বসুন্ধরাকে লজ্জাজনক পরাজয়ের স্বাদ দেয় ভারতের ক্লাবটি।
শনিবার (২১ মে) কলকাতার সল্ট লেক স্টেডিয়ামে এএফসি কাপে ‘ডি’ গ্রুপের ম্যাচটিতে বসুন্ধরা কিংসকে ৪-০ গোলে হারিয়ে দিয়েছে ভারতের এ টি কে মোহনবাগান ক্লাব। দলের পক্ষে ক্রিস্টিয়ান কোলাসোর হ্যাটট্রিক গোল করেন। বাকি গোলটি আসে ডেভিড উইলিয়ামসের পা থেকে।
নিজেদের প্রথম ম্যাচে জয় পেলেও মোহনবাগানের বিপক্ষে ফিনিশিং এবং রক্ষণভাগের ভুলে লজ্জাজনক পরাজয় নিয়ে মাঠ ছাড়তে হয়েছে। ফলে এএফসি কাপে প্রথম হারের স্বাদ পেল অস্কার ব্রুসনের দল। গত আসরে গ্রুপ পর্বে মোহনবাগানের বিপক্ষে ১-১ ড্র করেছিল বসুন্ধরা কিংস।
সল্ট লেক স্টেডিয়ামে ম্যাচটি শুরু হওয়ার কিছুক্ষণ পরেই শুরু হয় মুষুলধারে বৃষ্টি। ঝড়ো বৃষ্টির সাথে দমকা হাওয়ায় উড়ে যায় মাঠের বিলবোর্ড-ব্যানার। পরে ভারী বর্ষণের সঙ্গে বজ্রপাত শুরু হলে বাধ্য হয়ে খেলা স্থগিত রাখেন রেফারি। পরিস্থিতি ভালো হওয়ায় প্রায় ঘণ্টা পর আবারও মাঠে গড়ায় ম্যাচ।
পুনরায় শুরু হওয়া ম্যাচে শুরুতেই দারুণ সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। তবে দুর্ভাগ্য বাধা হওয়ায় গোল বঞ্চিত হয় বাংলাদেশের শীর্ষ ক্লাবটি। ম্যাচের প্রথম বিশ মিনিট ভালো প্রতিরোধ গড়তে পারলেও এরপর থেকে নিজেদের রক্ষণভাগে ভুলের শুরু হয়।
ম্যাচের ২৪তম মিনিটে এগিয়ে যায় মোহনবাগান। ক্লিয়ার করার সুযোগ পেয়েও বিশ্বনাথ ঘোষ শট নিতে গিয়ে ভারসাম্য হারিয়ে পড়ে যান। সহজ সুযোগ পেয় প্লেসিং শটে গোল আদায় করে নেন ক্রিস্টিয়ান কোলাসো।
নিজের প্রথম গোল করার পর দলের পক্ষে দ্বিতীয় গোলটিও করেন ক্রিস্টিয়ান কোলাসো। ম্যাচের ৩৩তম মিনিটে বসুন্ধরার ফাঁকা রক্ষণভাগের সুযোগ কজে লাগান তিনি। বিনা বাধায় বল নিয়ন্ত্রণে নিয়ে গোলরক্ষক আনিসুর রহমান জিকোকে ফাঁকি দিয়ে গোল ব্যবধান দ্বিগুণ করেন কোলাসো।
২-০ ব্যবধানে এগিয়ে থেকে বিরতিতে যায় মোহনবাগান। প্রথমার্ধের পর দ্বিতীয়ার্ধেও কিংসের রক্ষণভাগের সমস্যা আরও প্রকটভাবে ধরা পড়ে। ৫৩তম মিনিটে পেনাল্টি স্পটের কাছে বিনা পাহারায় থাকা কোলাসো নিখুঁত শটে হ্যাটট্রিক পূরণ করেন। যদিও এর মিনিট দুয়েক আগে সুযোগ পেয়েছিল বসুন্ধরা। ইয়াসিন আরাফাতের নিচু শট ঝাঁপিয়ে পড়ে মোহনবাগান গোলরক্ষক দলকে রক্ষা করেন।
৩-০ গোলে এগিয়ে যাওয়া মোহনবাগান বসুন্ধরার জালে শেষ পেরেকটি মারে ম্যাচের ৭৭তম মিনিটে। সতীর্থের পাস ব্যাক হিলে নিয়ন্ত্রণ নিয়ে শরীরটা ঘুরিয়ে দারুণ এক শটে ব্যবধান ৪-০ করেন উইলিয়ামস। এরপর আরও বেশ কয়েকবার আক্রমণে উঠলেও শেষ পর্যন্ত গোল বঞ্চিতই থেকে যায় বসুন্ধরা কিংস।
স্পোর্টসমেইল২৪/আরএস