ভারতে চলমান এএফসি কাপে নিজেদের দ্বিতীয় ম্যাচে মোহনবাগানের মুখোমুখি হয়েছিল বসুন্ধরা কিংস। তবে খেলার মাঝপথে বাধ সেঁধেছে বৃষ্টি। ফলে ম্যাচটি স্থগিত করতে বাধ্য হয়েছেন ম্যাচ রেফারিরা।
শনিবার (২১ মে) কলকাতার সল্টলেক স্টেডিয়ামে বিকাল পাঁচটায় শুরু হয় ম্যাচ। দুই দেশের ক্লাবের লড়াই উপলক্ষ্যে রোমাঞ্চের আবহ তৈরি হয়েছিল স্টেডিয়ামে। কিন্তু বাজে আবহাওয়া দুই ক্লাবের লড়াইটা উপভোগ করতে দিলো না।
ম্যাচ শুরুর পাঁচ মিনিটের মাথায় শুরু হয় তুমুল বাতাস। একই সাথে ধীরে ধীরে শুরু হয় বৃষ্টি । বাতাসের বেগ ছিল প্রচন্ড। বাতাসের তোড়ে পৃষ্ঠপোষক কোম্পানির বিলবোর্ড উড়ে এসে পড়ে মাঠ।
এরপরও খেলা চালিয়ে যেতে চেয়েছিলেন রেফারি চেন সিং চোয়ান। কিন্তু তার ইচ্ছাশক্তি বেশিক্ষণ টিকলো না। আবহাওয়ার পরিস্থিতি ক্রমাগত প্রতিকূলতার দিকে গেলে ১২তম মিনিটের মাথায় খেলা স্থগিত করতে বাধ্য হন তিনি। তবে আবহাওয়া ভালো হবে আবারও শুরু হবে খেলা।
এই ম্যাচে শুরুতেই এগিয়ে যাওয়ার দারুণ এক সুযোগ পেয়েছিল বসুন্ধরা কিংস। মোহনাবাগানের রক্ষণের ভুলে বল পেয়ে গিয়েছিলেন কিংসের ব্রাজিলিয়ান ফুটবলার দামাশেনো। তবে বক্সের উপর থেকে তার শট গোলপোস্ট ছুঁয়ে বাইরে গেলে লিড নেওয়ার সুযোগ হাতছাড়া করে কিংস।
এএফসি কাপের চলমান আসরে শুভসূচনা করেছে বসুন্ধরা কিংস। নিজেদের প্রথম ম্যাচে মালদ্বীপের মাজিয়া স্পোর্টস ক্লাবকে ১-০ গোলের ব্যবধানে হারিয়েছে বাংলাদেশের দলটি।
স্পোর্টসমেইল২/এসকেডি/ এএইচবি