ইংলিশ প্রিমিয়ার লিগে চলতি ২০২১-২২ মৌসুমে দুর্দান্ত পারফর্ম্যান্স করে চলছেন ম্যানচেস্টার সিটির ইংলিশ তারকা ফিল ফোডেন। মাঝমাঠ জুড়ে দুর্দান্ত খেলার ফলটাও হাতেনাতে পেলেন এই মিডফিল্ডার। চলতি মৌসুমে প্রিমিয়ার লিগের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কার জিতেছেন ২১ বছর বয়সী তারকা।
চলতি মৌসুমটা স্বপ্নের মতো কেটেছে ফোডেনের। ইংলিশ জায়ান্টদের জার্সি গায়ে মাতিয়ে রেখেছেন মাঠ। চলতি মৌসুমে ৯ গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়েও পাঁচ গোল করিয়েছেন তিনি। তার এমন পারফর্ম্যান্সে লিগ টেবিলের শীর্ষে অবস্থান করেছে ম্যানসিটি। বাকি কেবল শিরোপাটা ছোঁয়া।
ফোডেনের এমন পারফর্ম্যান্সের সুবাদে বছরের সেরা উদীয়মান খেলোয়াড়ের পুরস্কারের জন্য খেলোয়াড় নির্বাচিত করতে ভাবতে হয়নি কাউকে। ফোডেনই প্রথম খেলোয়াড় যিনি টানা দুই মৌসুমে এই পুরস্কার জিতেছেন। ২০২০-২১ মৌসুমেও সেরা উদীয়মান খেলোয়াড় হয়েছিলেন ইংলিশ তারকা।
এই পুরস্কার দেয়ার ক্ষেত্রে ইংল্যান্ডের জনগণ ও প্রিমিয়ার লিগ প্যানেলের ভোটই চূড়ান্ত বলে গন্য করা হয়। এখানে সর্বাধিক ভোট পেয়েছেন ফোডেন। তিনি পরাজিত করেছেন লিভারপুলের ট্রেন্ট আলেকজান্ডার-আর্নল্ড, ক্রিস্টাল প্যালেসের কনর গ্যালাঘের এবং চেলসির ম্যাসন মাউন্টকে।
রোববার (২২ মে) ফোডেনের সামনে নিজেকে আরেকবার মেলে ধরার সুযোগ। এদিন প্রিমিয়ার লিগের শিরোপার লড়াইয়ে অ্যাস্টন ভিলার মুখোমুখি হবে তার দল ম্যানসিটি। অ্যাস্টন ভিলাকে হারাতে পারলেই শিরোপা উচিয়ে ধরবে পেপ গার্দিওয়ালার দল। ড্র করলে মুখোমুখি হবে কঠিন সমীকরণ।
ম্যানসিটির একাডেমিতেই বেড়ে উঠেছেন ফোডেন। এরপর একাডেমি দল থেকে যুব দল পেরিয়ে ২০১৭ সালে মূল দলে সুযোগ পান ইংলিশ তারকা। বাকি পথটা আকাশী-সাদাদের শিবিরেই কাটাচ্ছেন তিনি।
স্পোর্টসমেইল২৪/এএইচবি