একসময় রিয়ালের মূল দলের গুরুত্বপূর্ন অংশ ছিলেন গ্যারেথ বেল। এরপর ইনজুরি আর পড়তি ফর্ম মিলিয়ে রিয়ালে সময়টা বেশ কঠিন হয়ে উঠলো তার জন্য। শেষ সময়ে নিয়মিত একাদশ তো দূরের কথা, মাঠেই দেখা যেতো না ওয়েলস তারকাকে। বিদায়ী ম্যাচটা হলো আরও বেদনাবিধূর। মাঠ কিংবা সাইডবেঞ্চ নয়, দর্শক সারি থেকে বিদায় নিতে হলো বেলকে।
শুক্রবার (২০ মে) চলতি মৌসুমে নিজেদের শেষ ম্যাচে বেটিসের বিপক্ষে মাঠে নামে রিয়াল। এই ম্যাচ দিয়েই শেষ হলো এবারের লা লিগার মহারণ। তাতে কার্যত শেষ হয়ে গেল রিয়ালের সঙ্গে বেলের সম্পর্কও। কেননা, নতুন মৌসুমে নতুনরূপে দল সাজানোর ঘোষণা দিয়েছেন কার্লো আনচেলত্তি।
বেটিসের বিপক্ষে ম্যাচে যদিও স্কোয়াডে ছিলেন বেল। তবে বদলি খেলোয়াড়দের তালিকায় তার নাম রাখেননি রিয়াল বস আনচেলত্তি। এই ম্যাচে আরও দু’জন রিয়ালের হয়ে তাদের শেষ ম্যাচ খেলে ফেলছেন। তারা হলেন ব্রাজিলিয়ান তারকা মার্সেলো এবং স্প্যানিশ তারকা ইসকো।
চলতি বছরের জুন মাসের শেষের দিকে বেলের সঙ্গে রিয়ালের চুক্তির মেয়াদ শেষ হবে। সে হিসেবে ঘরের মাঠে নিজের শেষ ম্যাচ খেলে ফেলছেন তিনি। যদিও ২৮ মে লিভারপুলের বিপক্ষে চ্যাম্পিয়নস লিগের ফাইনাল বাকি আছে। তবে আনচেলত্তি বেলকে সে ম্যাচে মূল দল রাখবেন বলে মনে হয় না।
রিয়ালের হয়ে বেলের অর্জনের পাল্লা কম ভারী নয়।। ২০১৪ থেকে ২০১৮ সাল পর্যন্ত রিয়ালের চারটি চ্যাম্পিয়ন্স লিগ শিরোপা জয়ে বড় ভূমিকা রাখেন তিনি। তবে সময়ের সঙ্গে পাল্লা দিয়ে চলতে পারেননি। সাম্প্রতিক সময়ে বেশ কিছু ঘটনায় রিয়ালে সমর্থকরাও বেলের উপর থেকে আস্থা হারিয়ে ফেলেছেন।
২০১৩ সালে ১০০ মিলিয়ন ইউরো ট্রান্সফার ফি’তে ইংলিশ ক্লাব টটেনহ্যাম হটস্পার থেকে রিয়াল মাদ্রিদে যোগ দিয়েছিলেন গ্যারেথ বেল। রিয়াল মাদ্রিদের জার্সি গায়ে এখন পর্যন্ত ২৫৮ ম্যাচ খেলেছেন তিনি। এই সময়ে ১০৬ টি গোলের পাশাপাশি ৬৭টি গোলে সহায়তাও করেছেন ওয়েলস তারকা।
রিয়ালের হয়ে জিতেছেন ১৮টি শিরোপা। এগুলোর মধ্যে আছে চারটি চ্যাম্পিয়নস লিগ, চারটি ফিফা ক্লাব বিশ্বকাপ, তিনটি লা-লিগা, একটি স্প্যানিশ কাপ, তিনটি স্প্যানিশ সুপার কাপ ও তিনটি উয়েফা সুপার কাপ।
স্পোর্টসমেইল২৪/এএইচবি