বিদায় বেলা সতীর্থদের বিলাসবহুল উপহার দিলেন হল্যান্ড

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৬:৫৪ পিএম, ২০ মে ২০২২
বিদায় বেলা সতীর্থদের বিলাসবহুল উপহার দিলেন হল্যান্ড

নতুন মৌসুমে জার্মান ক্লাব বুরুশিয়া ডর্টমুন্ডের জার্সি আর পড়বেন না আরলিং হল্যান্ড। জার্মানি ছেড়ে নতুন ঠিকানায় নাম লিখিয়েছেন তিনি। ফলে নতুন মৌসুমে ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির জার্সি গায়ে মাঠ মাতাবেন হল্যান্ড। বিদায় বেলায় ডর্টমুন্ড সতীর্থদের বিলাসবহুল উপহার দিলেন তিনি। 

বুরুশিয়া ডর্টমুন্ডের কোচ এবং সতীর্থদের দামি রোলেক্স ঘড়ি পাঠিয়েছেন হল্যান্ড। প্রতিটি ঘড়ির মূল্য ১১ হাজার থেকে ১৩ হাজার পাউন্ড। এছাড়া ক্লাবের (বুরুশিয়া ডর্টমুন্ড) ২০ জন কর্মচারীদেরও ওমেগা ঘড়ি উপহার দিয়েছেন তিনি।

যেগুলোর মূল্য ছয় থেকে আট হাজার পাউন্ড। উপহার বাবদ হল্যান্ডের সর্বমোট প্রায় অর্ধ মিলিয়ন পাউন্ড খরচ করেছেন হল্যান্ড। যা ক্লাব ছেড়ে গেলেও সতির্থদের কতটা ভালোবাসেন তার বহিঃপ্রকাশ ঘটেছে বলে মনে করছেন অনেকে। 

জার্মান গণমাধ্যমের খবর অনুযায়ী, ঘড়িগুলো নেদারল্যান্ড থেকে বিশেষ অর্ডার দিয়ে বানানো হয়েছে। প্রতিটি ঘড়ি ‘বিশেষ’ বাক্সে করেই প্রত্যেকের কাছে পাঠানো হয়েছে। এছাড়া প্রত্যেকটি বাক্সের গায়ে তিনটি করে ছবি সাটানো রয়েছে। 

বুরুশিয়া ডর্টমুন্ডে খেলা হল্যান্ডের জার্সি নম্বর, হল্যান্ডের গোল উদযাপনের ছবি ও ডিএফবি-পোকাল শিরোপা হাতে হল্যান্ডের ছবি লাগানো রয়েছে প্রত্যেকটি বাক্সে। এছাড়া আরলিং হল্যান্ডের নামও প্রিন্ট করা আছে বাক্সগুলোর গায়ে। 

বুরুশিয়া ডর্টমুন্ডের জার্সি গায়ে ইতিমধ্যে শেষ ম্যাচ খেলেছেন হল্যান্ড। খোলা মাঠে সমর্থকদের ধন্যবাদ জানিয়েছেন এবং তাদের কাছ থেকে বিদায় নিয়েছেন তিনি। 

বিদায়ী ম্যাচে একটি গোলও করেছেন হল্যান্ড। ম্যাচ শেষে তিনি বলেন, “প্রিয় ডর্টমুন্ড সমর্থকরা, ডর্টমুন্ডে কাটানো সময় কখনোই ভুলতে পারবো না। আপনাদের অসাধারণ সমর্থনের জন্য ধন্যবাদ। আপনারা সর্বদাই আমার হৃদয়ে থাকবেন, শুভকামনা।”

২০২০ সালে বুরুশিয়া ডর্টমুন্ডে যোগ দিয়েছিলেন আরলিং হল্যান্ড। নরওয়ের এ ফুটবলার ডর্টমুন্ডের হয়ে দুই বছরে ৬৭ ম্যাচে ৬২টি গোল করেছেন, হয়েছেন দলের অনেক জয়ের স্বাক্ষী।

স্পোর্টসমেইল২৪/এসকেডি/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

করিম আদেয়েমি: ডর্টমুন্ডের ‘সোনার হরিণ’কে বর্জন করেছিল বায়ার্ন

করিম আদেয়েমি: ডর্টমুন্ডের ‘সোনার হরিণ’কে বর্জন করেছিল বায়ার্ন

হল্যান্ডের ‘অভাব পূরণে’ ডর্টমুন্ডে করিম আদেয়েমি

হল্যান্ডের ‘অভাব পূরণে’ ডর্টমুন্ডে করিম আদেয়েমি

আরলিং হল্যান্ডের চমক জাগানিয়া ‘অজানা’ দশ তথ্য

আরলিং হল্যান্ডের চমক জাগানিয়া ‘অজানা’ দশ তথ্য

গোল মেশিন হল্যান্ড

গোল মেশিন হল্যান্ড