সংস্কার করা হয়েছে স্প্যানিশ ক্লাব রিয়াল মাদ্রিদের মাঠ সান্তিয়াগো ব্যার্নাব্যু। সংস্কার শুরুর সময়ই জানানো হয়েছিল, এখান থেকে বড় অঙ্কের অর্থ ঢুকবে ক্লাবের পকেটে। শেষ পর্যন্ত সংস্কার কাজ পূর্নাঙ্গ শেষ না হওয়ার আগেই সেই বন্দোবস্ত করে নিয়েছে রিয়াল মাদ্রিদ। ৩৬০ মিলিয়ন ইউরোর বিনিময়ে স্টেডিয়াম স্বত্ব বিক্রি করেছেন লস ব্ল্যাঙ্কোসরা।
২০১৯ সালে সান্তিয়াগো ব্যার্নাব্যুর সংস্কার কাজ শুরু করে রিয়াল মাদ্রিদ কর্তৃপক্ষ। সবকিছু ঠিক থাকলে চলতি বছরের ডিসেম্বরে শেষ হবে স্টেডিয়ামের সংস্কার কাজ।
সংস্কারকাজ শেষ হওয়ার পর সান্তিয়াগো ব্যার্নাব্যুতে যুক্ত হবে দর্শকদের জন্য বিনোদনের সব ব্যবস্থা। এছাড়াও আয়োজিত হবে বিভিন্ন অনুষ্ঠান। তবে বিষয়টি পুরোটাই দেখভাল করবে আমেরিকান দুই প্রতিষ্ঠান সিক্স স্ট্রিট ও লিজেন্ডস। ২০ বছরের জন্য এই স্বত্ব কিনে নিয়েছে তারা। এর জন্য তাদের খরচ হয়েছে ৩৬০ মিলিয়ন ইউরো।
মূলত, রিয়াল মাদ্রিদের মূল মাঠ ছাড়া অন্যান্য অংশের পুরোটাই দেখভাল করবে সিক্স স্ট্রিট, তারাই এখানে ব্যবসা করার সুবিধা পাবে। আর লিজেন্ডস তাদের পরামর্শদাতার প্রতিষ্ঠান হিসেবে কাজ করবে।
বুধবার (১৮ মে) মার্কিন দুই প্রতিষ্ঠানের সাথে চুক্তির বিষয়টি রিয়াল মাদ্রিদের পরিচালনা পর্ষদে পাস হয়। বৃহস্পতিবার (১৯ মে) এ বিষয়ে আনুষ্ঠানিক বিবৃতি দেয় লস ব্ল্যাঙ্কোসরা। সেখানেই জানানো হয়, ২০ বছরের জন্য সান্তিয়াগো ব্যার্নাব্যুর স্বত্ব পাচ্ছে তারা।
এই বিষয়ে রিয়াল মাদ্রিদ সভাপতি ফ্লোরেন্তিনো পেরেজ বলেন, “সান্তিয়াগো ব্যার্নাব্যুর সংস্কার কাজ রিয়ালের ইতিহাসের অন্যতম সেরা ঘটনা। এখন থেকে বছরজুড়েই ব্যস্ত থাকবে ব্যার্ন্যাবু। সারা বছরজুড়ে এখানে অনুষ্ঠিত হবে নানা ধরনের খেলা এবং অনুষ্ঠান।”
এছাড়াও রিয়াল মাদ্রিদের রাজস্ব আয়ের অন্যতম উপায় হচ্ছে বলেও জানান ফ্লোরিন্তিনো পেরেজ। চলতি বছরের ডিসেম্বরে সান্তিয়াগো ব্যার্নাব্যুর ৭৫ বছর পূর্তি পালন করবে রিয়াল মাদ্রিদ। আর সেই সময়ই উদ্বোধন করা হবে সংস্কারকৃত স্টেডিয়ামের।
স্পোর্টসমেইল২৪/পিপিআর