চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনালের পর চোটের কারণে মাঠের বাইরে ছিটকে পড়েছিলেন ইংলিশ ক্লাব ম্যানচেস্টার সিটির তিন গুরুত্বপূর্ণ ডিফেন্ডার কাইল ওয়াকার, জন স্টোনস এবং রুবেন দিয়াস। ধারণা করা হয়েছিল, হয়তো এই মৌসুমে তাদেরকে আর মাঠে পাওয়া যাবে না। সেই শঙ্কা দূর করে সিটিজেনদের শিরোপা নির্ধারণী ম্যাচে ফিরছেন জন স্টোনস এবং কাইল ওয়াকার। বিষয়টি নিশ্চিত করেছে পেপ গার্দিওয়ালা।
রোববার (২২ মে) নিজেদের ঘরের মাঠে অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে ম্যানচেস্টার সিটি। এই ম্যাচ জিতলেই লিগ শিরোপা উঠবে সিটিজেনদের হাতে। বিপরীতে তাদের পা হড়কালে এবং লিভারপুল তাদের নিজেদের ম্যাচে জিতলে শিরোপা উঠবে ইয়ুর্গেন ক্লপের শিষ্যদের হাতে।
এমন সময়ে মূল তিন ডিফেন্ডার জন স্টোনস, কাইল ওয়াকার এবং রুবেন দিয়াসের অনুপস্থিতি বেশ ভোগাচ্ছিলো পেপ গার্দিওয়ালাকে। তার কপালের চিন্তার ভাঁজ কমিয়ে দিয়েছেন জন স্টোনস এবং কাইল ওয়াকার। নির্ধারিত সময়ের আগেই সুস্থ হয়ে উঠায় তারা লিগের শেষ ম্যাচে সিটিজেনদের জার্সিতে খেলবেন।
ইনজুরি থেকে সেরে উঠে ইতিমধ্যেই দলের সাথে অনুশীলন শুরু করেছেন স্টোনস এবং ওয়াকার। অ্যাস্টন ভিলার বিপক্ষে ম্যাচের শুরু থেকেই তাদেরকে মাঠে পাওয়ার ব্যাপারে আশাবাদী কোচ গার্দিওয়ালা।
রক্ষণভাগের গুরুত্বপূর্ণ তিন ফুটবলার দলে না থাকায়, মিডফিল্ডার ফার্নান্দিনহোকে ডিফেন্ডার হিসেবে খেলিয়েছিলেন কোচ গার্দিওয়ালা। এবার সেই চিন্তা থেকে মুক্ত হয়েই অ্যাস্টন ভিলার বিপক্ষে মাঠে নামবে সিটিজেনরা।
ইংলিশ প্রিমিয়ার লিগে ৩৭ ম্যাচ খেলে ৯০ পয়েন্ট নিয়ে শীর্ষে আছে ম্যানচেস্টার সিটি। আর সমান সংখ্যক ম্যাচে এক পয়েন্ট কম নিয়ে দ্বিতীয় স্থানে আছে লিভারপুল। এই কারণে প্রিমিয়ার লিগের শেষ ম্যাচেই নির্ধারিত হবে লিগ চ্যাম্পিয়ন।
স্পোর্টসমেইল২৪/পিপিআর