ইনজুরির কারণে বেশ কিছুদিন ধরেই মাঠের বাইরে আছেন রিয়াল মাদ্রিদের অস্ট্রিয়ান ডিফেন্ডার ডেবিড আলাবা। খেলতে পারেননি চ্যাম্পিয়নস লিগের সেমি-ফাইনাল। তবে দলকে স্বস্তি দিয়ে চ্যাম্পিয়নস লিগের ফাইনালকে সামনে রেখে অনুশীলনে ফিরেছেন ডেভিড আলাবা।
গ্রোনের ইনজুরীতে ভুগছিলেন আলাবা। চ্যাম্পিয়নস লিগের সেমিফাইনালে ২য় লেগে ঘরের মাঠে ম্যানচেস্টার সিটির বিপক্ষে গুরুত্বপূর্ণ ম্যাচে তাকে পায়নি রিয়াল মাদ্রিদ। এছাড়াও লা-লিগা চারটি ম্যাচও মিস করেছেন এই অস্ট্রিয়ান ডিফেন্ডার।
তবে রিয়াল মাদ্রিদের একাদশে তার তাকে পাওয়ার অপেক্ষা ফুরাচ্ছে। অনুশীলনে ফেরার পর তাকে সম্পুর্ণ সুস্থ মনে হয়েছে বলেও জানিয়েছে বিভিন্ন ইউরোপিয়ান গণমাধ্যম। এ কারণে লা-লিগায় মৌসুমের শেষ ম্যাচে তাকে কিছু সময়ের জন্য খেলানোর সম্ভাবনাও তৈরি হয়েছে।
আলাবার শারীরিক অবস্থা নিয়ে সন্তুষ্ট রিয়াল মাদ্রিদের চিকিৎসকেরা তাকে মাঠে নামার ছাড়পত্রও দিয়েছেন। লা-লিগায় বেটিসের বিপক্ষে শুক্রবার (২০ মে) কোন সমস্যা না হলে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে খেলার জন্য আলাবার প্রস্তত।
লা-লিগায় বেশ কয়েক ম্যাচ হাতে রেখেই চলতি মৌসুম ২০২১-২২ মৌসুমের শিরোপা নিশ্চিত করেছে কার্লো আনচেলেত্তির দল। চলতি বছরের ২৮ মে প্যারিসে চ্যাম্পিয়নস লিগের ফাইনালে ইংলিশ ক্লাব লিভারপুলের মুখোমুখি হবে রিয়াল মাদ্রিদ।
সব মিলিয়ে এরকম গুরুত্বহীন ম্যাচে প্রথম একাদশে বেশ কয়েকজনকে বিশ্রাম দিতে পারেন রিয়াল বস কার্লো আনচেলেত্তি। আলাবা অনেকদিন খেলার বাইরে থাকায় ছন্দ ফিরে পেতে তাকে কিছু সময় খেলানোর সম্ভবনা রয়েছে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর