যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ ফুটবলারদের একই বেতন স্কেল

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ০৩:০৫ পিএম, ১৯ মে ২০২২
যুক্তরাষ্ট্রে নারী ও পুরুষ ফুটবলারদের একই বেতন স্কেল

ঐতিহাসিক এক সিদ্ধান্ত নিয়ে ফুটবল বিশ্বে নজীর স্থাপন করলো যুক্তরাষ্ট্র। যুক্তরাষ্ট্র সকার ফেডারেশন (ইউএসএসএফ), যুক্তরাষ্ট্র উইমেন্স ন্যাশনাল টিম প্লেয়ার্স এসোসিয়েশন (ইউএসডব্লিউটিপিএ) ও যুক্তরাষ্ট্র ন্যাশনাল সকার টিম প্লেয়ার্স এসোসিয়েশন (ইউএসএনএসটিপিএ) এক ঐতিহাসিক সমঝোতায় পৌঁছেছে। যার ফলে এখন থেকে পুরুষদের পাশাপাশি সবক্ষেত্রে সমান অধিকার পাবে যুক্তরাষ্ট্রের নারী ফুটবল দল।

যুক্তরাষ্ট্রে ফুবলে বেতন কাঠামো থেকে শুরু করে বিশ্বকাপসহ সবধরনের প্রতিযোগিতায় ম্যাচ ফি, বোনাসসহ আনুষাঙ্গিক অর্জিত অর্থের পরিমাণ এখন থেকে নারী ও পুুরুষদের সমান হবে। আন্তর্জাতিক ফুটবলে এমন নজির বিরল।

চুক্তিতে আরও নিশ্চিত করা হয়েছে, যুক্তরাষ্ট্রের জাতীয় ফুটবল দল বরাবরের মতই বিশ্বের সবচেয়ে বেশি পারিশ্রমিক পাওয়া দল হিসেবেই বিবেচিত হবে।

এর মাধ্যমে বিশ্বের প্রথম ফেডারেশন হিসেবে পুরুষ ও নারী দলকে তাদের নিজ নিজ বিশ্বকাপে অংশগ্রহণের জন্য সমান সুযোগ-সুবিধা দিতে যাচ্ছে যুক্তরাষ্ট্র। একই সাথে ক্লাব ও জাতীয় পর্যায়ে খেলোয়াড়দের স্বাস্থ্য ও নিরাপত্তার বিষয়টিও জোড়দার করা হয়েছে।

এ প্রসঙ্গে যুক্তরাষ্ট্র ফুটবল প্রধান সিন্ডি পারলো কোনে বলেছেন, ‘এটা একটি ঐতিহাসিক মুহূর্ত। এ চুক্তির মাধ্যমে যুক্তরাষ্ট্রের ফুটবলের চেহারা আমূল পাল্টে যাবে। একই সাথে বিশ্বের অন্যান্য দেশের সাথে পাল্লা দিয়ে এখানকার ফুটবলও এগিয়ে যাবে বলে আমি বিশ্বাস করি।’

স্পোর্টসমেইল২৪/আরএস



শেয়ার করুন :


আরও পড়ুন

খেলার সময় পোষা কুকুরের হামলা, লাইফ সাপোর্টে নারী মালিক

খেলার সময় পোষা কুকুরের হামলা, লাইফ সাপোর্টে নারী মালিক

যুক্তরাষ্ট্রে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন আফতাব

যুক্তরাষ্ট্রে কোচ হওয়ার প্রস্তাব পেয়েছেন আফতাব

মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম বানাবে কলকাতা নাইট রাইডার্স

মার্কিন মুলুকে ক্রিকেট স্টেডিয়াম বানাবে কলকাতা নাইট রাইডার্স

নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং ও শিশু নির্যাতনে গ্রেফতার হোপ সোলো

নেশাগ্রস্ত অবস্থায় ড্রাইভিং ও শিশু নির্যাতনে গ্রেফতার হোপ সোলো