আন্তর্জাতিক ফুটবলকে বিদায় জানিয়েছেন গ্যাবনের তারকা ফরোয়ার্ড পিয়েরে এমিরিক অবামেয়াং। আর কখনো গ্যাবন জাতীয় ফুটবল দলের জার্সি গায়ে মাঠে দেখা যাবে না তাকে। অবসরের খবরটা নিজেই নিশ্চিত করেছেন ৩২ বছর বয়সী বার্সেলোনা ফরোয়ার্ড।
চলতি বছরের শুরুতে আফ্রিকা কাপ অব নেশনস থেকে গ্রুপ পর্বেই বিদায় নেয় গ্যাবন। তারপর থেকেই স্প্যানিশ ক্লাব বার্সেলোনার হয়ে মনোনিবেশ করেন অবামেয়াং। এবার একেবারেই দেশকে প্রতিনিধিত্ব করা থেকে সরে দাঁড়ালেন তিনি।
অবসরের প্রাক্কালে ভক্তদের কাছে এক খোলা চিঠিতে অবামেয়াং লিখেন, ‘গর্বের সঙ্গে ১৩ বছর দেশের হয়ে প্রতিনিধিত্ব করার পর এবার আমি আমার আন্তর্জাতিক ক্যারিয়ারের শেষ ঘোষণা করছি। আমি গ্যাবনের জনগণ এবং খারাপ সময়ে যারা আমাকে সমর্থন করেছেন, তাদের সবাইকে ধন্যবাদ জানাতে চাই।’
অবামেয়াং গ্যাবনের হয়ে স্মৃতি রোমান্থন করে বলেন, ‘আমি অনেক ভালো স্মৃতি মনে রাখবো। যেমন, রোমনিস্পোর্টসে আমার অভিষেক হওয়ার দিন বা যেদিন আমি আফ্রিকান ব্যালন ডি’অর জিতে নাইজেরিয়া থেকে দেশের মাটিতে পা রেখেছিলাম।’
‘সকল মানুষের সাথে এটি (ব্যালন ডি’অর) ভাগ করা একটি অবিস্মরণীয় মুহূর্ত ছিল। আমি আমাদের রাষ্ট্রপতিকে ধন্যবাদ জানাই, যিনি সর্বদা প্যান্থারদের সমর্থন করেছেন এবং আমাদের দেশে ফুটবলের বিকাশের জন্য সর্বদা কাজ করেছেন’ - অবামেয়াং যোগ করেন।
চিঠির শেষ অংশে এই তারকা ফরোয়ার্ড বলেন, ‘আমি আমার ক্যারিয়ারে পাশে পাওয়া সকল কোচ, স্টাফ এবং খেলোয়াড়দের ধন্যবাদ জানাতে চাই। শেষে, আমি আমার বাবাকে ধন্যবাদ জানাই যিনি আমাকে গ্যাবন দলের জার্সি গায়ে জড়ানোর জন্য তার মতো হওয়ার অনুপ্রেরণা দিয়েছেন।’
গ্যাবন জাতীয় দলের হয়ে ৭২টি ম্যাচে মাঠে নেমেছেন অবামেয়াং। তাতে আফ্রিকান দলটির হয়ে গোল করেছেন ৩০টি। এছাড়াও জাতীয় দলের হয়ে অধিনায়কত্বের দায়িত্বও পালন করেছেন বার্সেলোনা তারকা। জিতেছেন অনেক পুরস্কারও।
স্পোর্টসমেইল২৪/এএইচবি