বায়ার্ন মিউনিখে কিছুতেই আর মন টিকছে না পোলিশ স্ট্রাইকার রবার্ট লেভানডোভস্কির। জার্মানি ছাড়তে পারলেই যেন হাফ ছেড়ে বাঁচেন তিনি। বায়ার্ন ছেড়ে যেখানে যেতে চান সেই বার্সেলোনা এখনো তাকে আনুষ্ঠানিকভাবে প্রস্তাবই দেয়নি। তাই নতুন করে চিন্তায় পড়ে গেছেন পোলিশ তারকা।
সম্প্রতি ইউরোপীয় গণমাধ্যমে খবর প্রকাশ হয়েছিল যে, বায়ার্ন মিউনিখ ছাড়ছেন লেভানডোভস্কি। ক্লাবের পক্ষ থেকে নতুন চুক্তির প্রস্তাব নাকচ করে দিয়েছেন তিনি। বায়ার্ন মিউনিখ তাকে ধরে রাখার সর্বোচ্চ চেষ্টা করলেও কোনো কাজ হচ্ছে না। তার মন পড়ে রয়েছে কাতালুনিয়ায়।
লেভানডোভস্কি বার্সেলোনায় যাওয়ার জন্য মরিয়া হয়ে হয়ে উঠেছেন। বায়ার্ন ড্রেসিংরুমেও তার মুখ থেকে বার্সেলোনার কথা শুনেছেন সতীর্থরা। ড্রেসিং রুমে পোলিশ ভাষায় ফোনে কথা বলছিলেন লেভানডোভস্কি। সতীর্থরা ভাষা বুঝতে না পারলেও তাকে বেশ কয়েকবারই ‘বার্সেলোনা’ শব্দটা বলতে শুনেছেন।
চলমান পরিস্থিতি নিয়ে দুশ্চিন্তায় আছেন লেভানডোভস্কি। বায়ার্ন মিউনিখের নতুন চুক্তি প্রস্তাব ফিরিয়ে দিয়েছেন বার্সেলোনার আশায়। অথচ বার্সেলোনা এখনো তাকে চুক্তির বিষয়ে কিছু জানায়নি।
চলতি বছরের এপ্রিলে গুঞ্জন শোনা গিয়েছিল, বার্সেলোনার সাথে মৌখিকভাবে আলোচনা করেছেন বায়ার্ন ফরোয়ার্ড। দুই পক্ষই সবকিছুতে সম্মত হয়েছেন। বাকি ছিল চূড়ান্ত স্বাক্ষর। যেটা না হওয়া পর্যন্ত কোনো কিছুরই ভিত্তি নেই।
এদিকে লেভানডোভস্কিকে কেনার দৌড়ে রয়েছে ইংলিশ ক্লাব চেলসিও। তবে পোলিশ স্ট্রাইকারের মন জুড়ে রয়েছে শুধুই বার্সেলোনা। যদি বার্সেলোনা এগিয়ে না আসে, তাহলে হয়তো স্ট্যামফোর্ড ব্রীজই হতে পারে তার গন্তব্য।
২০১৪ সালে বুরুশিয়া ডর্টমুন্ড থেকে বায়ার্ন মিউনিখে যোগ দিয়েছিলেন লেভানডোভস্কি। গত ৮ বছরে বাভারিয়ানদের এনে দিয়েছেন একাধিক সাফল্য। বায়ার্ন মিউনিখের জার্সি গায়ে ২৫৩ ম্যাচে ২৩৮ গোল করেছেন পোলিশ স্ট্রাইকার।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/ এএইচবি