এমবাপের দলদবল নিয়ে নাটক যেন শেষই হচ্ছে না। এই ফরাসি ফুটবলারকে নিয়ে দুই বনেদি ক্লাবের লড়াই যেন থামার নয়! আগের মৌসুমের শুরু থেকে যে লড়াই শুরু হয়েছে সেটা এখনো চলছে। একবার শোনা যাচ্ছে পিএসজি এমবাপেকে রেখে দিচ্ছে। আবার পরক্ষণেই শোনা যাচ্ছে রিয়াল মাদ্রিদের এমবাপের সাথে সবকিছুর চূড়ান্ত। কিন্তু কোন কিছুই অফিশিয়াল হচ্ছে না। তবে পিএসজি যেমন হাল ছাড়তে রাজি নয়, তেমনি রিয়াল মাদ্রিদ ও চূড়ান্ত আশাবাদী এমবাপেকে দলে ভেড়ানোর ব্যাপারে।
কিলিয়ান এমবাপে নিজেও কিছু পরিষ্কার করে বলছেন না। কয়েকদিন আগেও তাকে জিজ্ঞাসা করা হলে রহস্য রেখে দেন তিনি। বর্তমানে পিএসজির সাথে দোহায় রয়েছেন এমবাপে।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা জানিয়েছে, কাতারের রাজধানী দোহা’তে এমবাপের সাথে বৈঠক করেছে পিএসজি কর্তৃপক্ষ। সেখানে ক্লাবের সাথে আর্থিক ইস্যুতে একমত হয়েছেন এমবাপে। কিন্তু ক্রীড়া প্রকল্পের ব্যাপারে পিএসজির সাথে এমবাপে এখনো সম্মত হতে পারেনি।
পিএসজির সবকিছু একেবারে গোড়া থেকে পরিবর্তন চান এই ফরাসি ফুটবলার। এমনকি পিএসজির বর্তমান ক্রীড়া পরিচালক লিওনার্দোকেও পছন্দ নয় এমবাপের। এছাড়া পিএসজির কোচ মারিসিও পচেত্তিনোর জায়গায় নতুন কোচ হিসেবে নতুন কোচ নির্ধারণে পিএসজির উপরে ভরসা করতে পারছেন না তিনি।
স্প্যানিশ গণমাধ্যম মার্কা আরও জানিয়েছে, রিয়াল মাদ্রিদের সাথে এমবাপে প্রায় সব ব্যাপারেই সম্মত হতে পেরেছেন। এমনকি চুক্তির জন্য দুই পক্ষই প্রস্তত বলেও জানানো হয়েছে। কিন্তু এরপরেও এমবাপের তার বর্তমান ক্লাব পিএসজিকে সময় দিতে চান, তাদের কথা শুনতে চান।
এদিকে পিএসজি এই ফরাসি ফুটবলারকে দলে রেখে দিতে সম্ভাব্য সর্বোচ্চ চেষ্টা চালিয়ে যাচ্ছে। তারা যে কোন মূল্যেই তাকে রাখতে চায়। তারা এমবাপের জন্য ক্লাবে যে কোন পরিবর্তন আনতে প্রস্তত বলে জানিয়েছে গণমাধ্যমগুলো।
রিয়াল মাদ্রিদও এমবাপেকে দলে ভেড়াতে আত্মবিশ্বাসী। ২০২১ সাল থেকেই এমবাপেকে দলে ভেড়ানোর চেষ্টা করে যাচ্ছেন স্প্যানিশ ক্লাবটি। তখন চুক্তির বেড়াজালে আটকা থাকার কারণে সম্ভব হয়নি। তবে এবার মৌসুম শেষে পিএসজির সাথে এমবাপের চুক্তি শেষ হয়ে যাচ্ছে। আর এই সুযোগটাই নিতে চায় রিয়াল। ফ্রি ট্রান্সফারে এমবাপেকে দলে ভেড়ানোর জন্য মরিয়া হয়ে উঠেছে রিয়াল মাদ্রিদ।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর