মাত্র একদিনের ব্যবধানেই পাশার দান উল্টে গেলো! বুধবারই (১৭ মে) খবর বেরিয়েছিল যুক্তরাষ্ট্রের মেজর লিগ সকারে ক্লাব ইন্টার মিয়ামিতে যাচ্ছেন মেসি। তবে যুক্তরাষ্ট্রভিত্তিক সংবাদমাধ্যমে প্রকাশিত এসব সংবাদকে গুজব বলে উড়িয়ে দিয়েছেন মেসির এজেন্ট।
আধুনিক ফুটবলে ক্যারিয়ারের শেষ লগ্নে ফুটবলারদের মেজর লিগ সকারে (এমএলএস) যাওয়ার প্রবণতা দিন দিন বেড়েই চলেছে। নিয়মই যেন এমন হয়ে গেছে সেরা সময়ে ইউরোপ, বুটজোড়া উঠিয়ে রাখার আগে এমএলএস বা চীন, জাপানের ফুটবলে যোগ দেওয়া। সবাই ভেবেছিল মেসিও হয়তো সেই পথেই হাটছেন।
তবে মেসির এজেন্ট নিশ্চিত করেছেন এসব শুধুই গুজব! ফরাসি সংবাদমাধ্যম লা প্যারিসিয়েনকে তিনি বলেন, “সংবাদটি একদম ভুয়া। মেসি এখনো তার ভবিষ্যৎ নিয়ে কোন সিদ্ধান্ত নেননি।”
এমনকি বেকহামের সাথে মেসির দেখা হওয়ার যে ছবি বেরিয়েছে সেটার সাথে মেজর লিগ সকারের কোন সম্পর্ক নেই বলে দাবি করেন। তিনি আরও যোগ করেন, “মেসির যদি বেকহামের সাথে দেখা হয়েও থাকে সেটা শুধুমাত্র পিএসজি দোহায় থাকার জন্য। কারণ বেকহাম কাতার বিশ্বকাপের শুভেচ্ছা দূত হিসেবে কাজ করছেন।”
পিএসজির সাথে চুক্তি শেষ হওয়ার পর মেসির যুক্তরাষ্ট্রে যাওয়ার খবরে নড়েচড়ে বসেছিলো ফুটবল সমর্থকেরা। তবে মেসির এজেন্টের বক্তব্যের পর আশার পালে হাওয়া লাগবে তাদের।
অন্যদিকে ইন্টার মিয়ামির অন্যতম শেয়ারহোল্ডার বেকহামের সাথে ঘনিষ্ট সম্পর্ককে কাজে লাগিয়ে মেসিকে দলে ভেড়াতে চেয়েছিল ক্লাবটি। এমনকি ক্লাবের ৩৫ শতাংশ শেয়ার মেসির কাছে বিক্রি করে তাকে মালিক পক্ষতেও ভেড়াতে চেয়েছিল তারা। তবে ক্লাবটির আশার বেলুনে ছিদ্র করে দিলেন মেসির এজেন্ট!
মেসি বর্তমানে পিএসজির হয়ে কাতারের দোহায় অবস্থান করছেন। কয়েকদিন আগেই সৌদি আরবের পর্যটন দূত হয়েছেন। বার্সেলোনা ছেড়ে পিএসজিতে যাওয়ার পর অভিষেক মৌসুমটা খুব একটা ভালো কাটেনি মেসির।
গোলপোস্টের জালের থেকে গোলবারের সাথেই সম্পর্ক ঘনিষ্ঠ হয়েছে তার। গোল হতে পারতো মেসির এমন অন্তত ৮ থেকে ১০টা শট পোস্টে আঘাত করেছে। সব টুর্নামেন্ট মিলিয়ে প্রথম মৌসুমে মেসি পিএসজির জার্সি গায়ে ২৫ ম্যাচ খেলে ছয় গোল করেছেন। নতুন মৌসুমে পিএসজির হয়ে নিজের সেরা ছন্দে ফেরার জন্য মুখিয়ে আছেন এই আর্জেন্টাইন খুদে যাদুকর।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর