চলতি মৌসুমে টটেনহ্যামের হয়ে দুর্দান্ত কাজ করেছেন অ্যান্তোনিও কন্তে। এবার তার সামনে দলকে চ্যাম্পিয়ন্স লিগের টিকিট পাইয়ে দেওয়ার সুযোগ। সুযোগটা নিশ্চিয়ই হাতছাড়া করতে চাইবেন না এই ইতালিয়ান। তাকে আরও উৎসাহ দিতে বোনাস ঘোষণা করেছে টটেনহ্যাম।
বর্তমানে ইংলিশ প্রিমিয়ার লিগের পয়েন্ট টেবিলের চার নাম্বারে আছে টটেনহ্যাম। চ্যাম্পিয়নস লিগে খেলতে হলে টেবিলের সেরা চার দলের মধ্যে থাকতে হবে তাদের। সেই হিসেবেব জায়গা মতোই আছে কন্তের দল। তাদেরকে হটাতে পারে একমাত্র আর্সেনাল। তবে গানার্সদের সামনে বেশ কঠিন সমীকরণ।
আর একটি করে ম্যাচ খেলবে দুই দল। তাতে যদি আর্সেনাল হেরে যায় তবে শেষ চার নিশ্চিত টটেনহ্যামের। দুই দল জিতলেও একই হিসাব। আর্সেনালের সামনে পথ একটাই। টটেনহ্যামকে হারতে হবে এবং নিজেদের জিততে হবে। ঐদিকে টটেনহ্যামের দরকার মাত্র ১ পয়েন্ট।
এই ১ পয়েন্ট নিশ্চিত করতে পারলেই আড়াই লাখ (২.৫) পাউন্ড বোনাস পাবেন কন্তে। বোনাস নিশ্চিত করতে রোববার (২২ মে) নরউইচ সিটির বিপক্ষে মৌসুমের শেষ ম্যাচে মাঠে নামবে টটেনহ্যাম।
২০২১ সালের নভেম্বরে কন্তে দায়িতে নেওয়ার সময় টেবিলে নবম অবস্থানে ছিল টটেনহ্যাম। তিনি আসার পর দলকে বদলে দিয়েছেন। তাতে প্রিমিয়ার লিগে সম্ভাব্য ৮১ পয়েন্টের মধ্যে ৫৩ পয়েন্ট তুলেছে স্পার্সরা।
অন্যদিকে, নতুন মৌসুমে শিরোপার লড়াইয়ে অন্য দলগুলোর সঙ্গে টেক্কা দিতে এখন থেকেই দল সাজানোর পরিকল্পনা করে রেখেছেন কন্তে। গ্রীষ্মকালীন দলবদলে কমপক্ষে ছয়জন নতুন খেলোয়াড় নিতে চান বলে স্পার্স চেয়ারম্যান ড্যানিয়েল লেভিকে জানিয়ে দিয়েছেন তিনি।
এই ছয়টি চুক্তিতে তিনজন ডিফেন্ডার, একজন মিডফিল্ডার এবং একজন ফরোয়ার্ড অন্তর্ভুক্ত থাকবে। এছাড়াও বর্তমান স্কোয়াড থেকে সার্জিও রেগুইলন, এমারসন রয়্যাল, স্টিভেন বার্গউইজন, জিওভানি লো সেলসো এবং ট্যানগুই এনডোম্বেলের মতো বেশ কয়েকজন খেলোয়াড়কে বিক্রি করতে চান।
টটেনহ্যামের নজর ব্রেন্টফোর্ডের ক্রিস্টিয়ান এরিকসেন ও লিসেস্টার সিটির ইউরি টাইলেম্যানসের উপর। এরিকসেনও স্পষ্ট জানিয়ে দিয়েছেন যে তিনি ইউরোপের প্রিমিয়ার ক্লাব প্রতিযোগিতায় অংশ নিতে চান। এরিকসেন বলেন, ‘আমি আবার চ্যাম্পিয়ন্স লিগ ফুটবল খেলতে চাই। আমি জানি এটা কতটা মজার।’
স্পোর্টসমেইল২৪/এএইচবি