মানে নয়, লিভারপুলের ‘বিক্রির তালিকায়’ মোহাম্মদ সালাহ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১১:২৩ এএম, ১৮ মে ২০২২
মানে নয়, লিভারপুলের ‘বিক্রির তালিকায়’ মোহাম্মদ সালাহ

চলতি মৌসুমের মাঝামাঝি সময়ে চুক্তি নবায়ন নিয়ে লিভারপুল ও মোহামেদ সালাহর মাঝে কম জলঘোলা হয়নি। তবে ধীরে ধীরে পরিবেশ শান্ত হলেও নতুন করে গুঞ্জন শোনা যাছে, নতুন মৌসুমে সালাহর সঙ্গে লিভারপুল ছাড়তে পারেন সাদিও মানেও। তবে সেটার পক্ষে নন সাবেক লিডস তারকা নোয়েল হুইলান।

লিডস ইউনাইটেডের সাবেক স্ট্রাইকারের মতে, সাদিও মানেকে রেখে মৌসুমের শেষে সালাহকে বিক্রি করে দিতে পারে লিভারপুল। এটা করলেই বরং ভালো হবে বলে তার বিশ্বাস। ৪৭ বছর বয়সী সাবেক ইংলিশ তারকা মানেকে লিভারপুল শিবিরেই থাকার পরামর্শ দিয়েছেন।

লিভারপুলে যোগদানের পর থেকেই অল রেডদের শিরোপা জয়ের পিছনে গুরুত্বপুর্ন ভূমিকা রেখেছেন আফ্রিকান জুটি সালাহ ও মানে। ক্লাবের সঙ্গে পরের মৌসুমেই চুক্তি শেষ হতে চলছে এই দু’জনের। তবে ক্লাবের ভাষ্যমতে, লিভারপুলেই থেকে যাবেন এই দুই তারকা।

হুইলান বিশ্বাস করেন, এফএ কাপ চ্যাম্পিয়নরা সামনের দলবদলের বাজারে তরুণদের দলে ভেড়ানোর কাজটা ভালোভাবেই করবে। ফুটবল ইনসাইডারকে তিনি বলেন, ‘আমার মতে, তাদেরকে (লিভারপুল) সামনে আগাতে হলে দলবদলের বাজারে কাউকে পুঁজি করতে হবে।’

‘দলবদলের বাজারে বড় ট্রান্সফার ফি অনেক ভালো কাজ করে । এটা মানে হতে পারে, আবার সালাহও হতে পারে। আমি বিশ্বাস করি, দু’জনের একজন এই গ্রীষ্মে চলে যাবে। ব্যক্তিগতভাবে আমি আশা করছি এটা সালাহ হবে। তাকেই বিক্রি করে দিতে পারে লিভারপুল।’ - হুইলান যোগ করেন।

তিনি আরও বলেন, ‘তরুণ খেলোয়াড় যারা আসছে তারা পারফরম্যান্সও করছেন। এই ধরুন লুইস দিয়াজ। এমন কাউকে দলে টানতে হলে তাদের মধ্যে একজনকে (সালাহ বা মানে) লিভারপুল ছেড়ে যেতে হতে পারে। তাতে দলটি পুনরুজ্জীবিত হবে বলে আমি মনে করি।’

চলতি মৌসুমেও চার শিরোপা জয়ের ব্যাপারে আশাবাদী লিভারপুল। এফএ কাপে চেলসিকে হারানোর পর জার্গেন ক্লপের শিষ্যদের চোখ এখন প্রিমিয়ার লিগের শিরোপার দিকে। যেখানে তাদের সাথে সমানে সমান লড়াই করে চলছে আরেক জায়ান্ট ম্যানচেস্টার সিটি।

অন্যদিকে মৌসুমের তৃতীয় শিরোপার জন্য চ্যাম্পিয়নস লিগের ফাইনালে মাঠে নামবে তারা। শনিবার (২৮ মে) সেখানে তাদের প্রতিপক্ষ লা লিগার শিরোপাজয়ী রিয়াল মাদ্রিদ।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ

সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ

লিভারপুলের জয়ে শেষ রাউন্ড এখন ‘অঘোষিত ফাইনাল’

লিভারপুলের জয়ে শেষ রাউন্ড এখন ‘অঘোষিত ফাইনাল’

উত্তেজনা ছড়ানো ম্যাচে এফএ কাপের শিরোপা লিভারপুলের

উত্তেজনা ছড়ানো ম্যাচে এফএ কাপের শিরোপা লিভারপুলের

ন্যাশনস লিগের পরিকল্পনা হাস্যকর: ক্লপ

ন্যাশনস লিগের পরিকল্পনা হাস্যকর: ক্লপ