সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ

স্পোর্টসমেইল২৪ স্পোর্টসমেইল২৪ প্রকাশিত: ১০:১৮ এএম, ১৮ মে ২০২২
সমকামী জ্যাক ড্যানিয়েলসকে সমর্থন করবে ফুটবল: ক্লপ

চলতি সপ্তাহের শুরুতে নিজেকে সমকামী বলে প্রকাশ্য পরিচয় দিয়েছিলেন ইংলিশ ফুটবলার জ্যাক ড্যানিয়েল। তার এই পরিচয়ের পর তাকে নিয়ে আলোচনা সমালোচনার শেষ নেই। এবার ড্যানিয়েলের পাশে এসে দাঁড়ালেন লিভারপুল কোচ জার্গেন ক্লপ। ড্যানিয়েলের সমকামীতাকে সমর্থন দিয়েছেন তিনি।

ইংলিশ ক্লাব ব্ল্যাকপুলে খেলা এই উদীয়মান ফরোয়ার্ডের পাশে থাকারও আশ্বাস দিয়েছেন লিভারপুল বস। ১৭ বছর ড্যানিয়েলের এমন সাহসিকতার জন্য প্রশংসা করেছেন তিনি। চারদিকে সমালোচনার ঝড় বয়ে গেলেও ফুটবল এই কিশোরের পাশে থাকবে বলেও জানিয়েছেন জার্মান কোচ।

মঙ্গলবার (১৭ মে) সাউদাম্পটনকে ২-১ গোলে পরাজিত করার পরে ম্যাচ-পরবর্তী সংবাদ সম্মেলনে এসে ড্যানিয়েলসের ‘সাহসী’ ঘোষণার প্রশংসা করেছেন ক্লপ। ক্লপ বলেছেন যে, ফুটবল সম্প্রদায় ড্যানিয়েলকে তার ক্যারিয়ার চালিয়ে যাওয়ার ব্যাপারে সবসময় সমর্থন করবে।

লিভারপুল বস বলেন , ‘তিনি সাহসের সঙ্গে নিজের পরিচয় দিয়েছেন এটা অসাধারণ। যখন আমি তাকে কথা বলতে দেখলাম, তখন অনুমান করতে পারিনি যে তার বয়স ১৭ বছর। সে স্পষ্টতই খুব পরিপক্ক। আমি শতভাগ নিশ্চিত, পুরো ফুটবল সম্প্রদায় তাকে সমর্থন করবে।’

‘তার সত্য বলার ধরণটা আমার পছন্দ হয়েছে। তিনি যা বলেছেন তাতে তিনি অবশ্যই সঠিক। তিনি কিছু লুকাতে চাননি। এটা প্রশংসার দাবিদার। সে আসলে সঠিক পথেই আছে। আমি তাকে চিনি না তবে আমি তাকে নিয়ে সত্যিই গর্বিত।’ - জার্গেন যোগ করেন।

সমকামীতা ঘটনায় ফুটবলের অনেক ক্ষমতাধর ব্যাক্তিও ড্যানিয়েলসকে সমর্থন করেছে। ক্লপের বার্তাটি সেই সম্ভাবনা জোরালো করলো। এখন থেকে ব্যাপারটাকে সবাই ইতিবাচক হিসেবেই নিবে বলে ধরে নেওয়া যায়। এতে সমকামী সস্প্রদায়ের অবস্থান আরেকটু পোক্ত হলো।

স্পোর্টসমেইল২৪/এএইচবি



শেয়ার করুন :


আরও পড়ুন

পিএসজি ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন দি মারিয়া

পিএসজি ছেড়ে জুভেন্টাসে যোগ দিচ্ছেন দি মারিয়া

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ

‘শৃঙ্খলা ভঙের’ দায়ে জাতীয় দল থেকে বাদ নাবিব নেওয়াজ

পগবাকে ‘চেনেন না’ জুভেন্টাস কোচ অ্যালেগ্রি

পগবাকে ‘চেনেন না’ জুভেন্টাস কোচ অ্যালেগ্রি

পিএসজি ছেড়ে মিয়ামিতে যাবেন মেসি, হবেন ক্লাবের অংশীদারও!

পিএসজি ছেড়ে মিয়ামিতে যাবেন মেসি, হবেন ক্লাবের অংশীদারও!