ফরাসি ক্লাব প্যারিস সেইন্ট জার্মেইর (পিএসজি) সঙ্গে সম্পর্কের ইতি টানতে যাচ্ছেন না আর্জেন্টাইন তারকা ফুটবলার অ্যাঞ্জেল দি মারিয়া। চলতি মৌসুম শেষে ফ্রান্স ছেড়ে যাবেন তিনি। ফরাসি ক্লাব পিএসজি ছেড়ে মারিয়ার পরবর্তী ঠিকানা হচ্ছে ইতালিয়ান ক্লাব জুভেন্টাস।
২০১৫ সালে ৫২ মিলিয়ন ইউরোর বিনিময়ে ম্যানচেস্টার ইউনাইটেড থেকে মারিয়াকে উড়িয়ে এনেছিল পিএসজি। সাত বছর ফরাসি ক্লাবটিতে কাটানোর পর এবার ছেদ পড়ছে বন্ধনে!
ইউরোপিয়ান বিভিন্ন সংবাদমাধ্যম নিশ্চিত করেছে দি মারিয়ার ক্লাব ছাড়ার বিষয়ে। তারা জানিয়েছে এই আর্জেন্টাইন সুপারস্টারের পরবর্তী ঠিকানা হবে জুভেন্টাস। ইতিমধ্যে জুভেন্টাসের সাথে এক বছরের চুক্তিতে সম্মত হয়েছেন দি মারিয়া।
প্যারিসে সাত বছর কাটানোর পর পিএসজির কাছ থেকে নতুন চুক্তির প্রস্তাব না পাওয়াতেই দল ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন দি মারিয়া। মৌসুম শেষেই ফ্রি ট্রান্সফারে প্যারিস ছাড়বেন তিনি। ২১ মে (বৃহস্পতিবার) লিগ ওয়ানে মেটজের বিপক্ষে পিএসজির জার্সি গায়ে শেষ ম্যাচ খেলবেন এই আর্জেন্টাইন তারকা ফুটবলার।
ফ্রান্সে কাটানো সাত বছরে দি মারিয়া পিএসজির হয়ে ১৩টি শিরোপা জিতেছেন। যেখানে পাঁচটি লিগ ওয়ান, পাঁচটি কোপা ডি ফ্রান্স, তিনটি ট্রফি দেস চ্যাম্পিয়নসের শিরোপা রয়েছে। পিএসজির ইতিহাসে ২০১৯-২০ মৌসুমে প্রথমবারের মতো ফাইনালে উঠেছিল তারা। সেখানেও দি মারিয়ার গুরুত্বপূর্ণ ভূমিকা ছিল।
পিএসজির হয়ে ২৯২ ম্যাচ খেলেছেন দি মারিয়া। যেখানে তার নামের পাশে রয়েছে ৯২টি গোল। এছাড়া ১১৮টি গোলে সহায়তা করেছেন এই আর্জেন্টাইন। পিএসজিতে সাত বছরে দি মারিয়া যা করেছেন তাতে ক্লাবটির ইতিহাসের সেরা খেলোয়াড়দের তালিকায় ঢুকে যাবেন অনায়াসেই।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর