পল পগবার ম্যানচেস্টার ইউনাইটেড অধ্যায় শেষ হওয়ার পথে। নতুন মৌসুমে তাকে অন্য ঠিকানায় দেখার সম্ভাবনাই খুব বেশি। পগবাকে পেতে এগিয়ে রয়েছে তারই সাবেক ক্লাব জুভেন্টাস। তবে ক্লাবটির কোচ ম্যাসিমিলিয়ানো অ্যালেগ্রি নাকি তার সাবেক শিষ্যকে চিনেনই না।
অনেকদিন ধরেই ফরাসি ফুটবলার পল পগবার সাথে ম্যানচেস্টার ইউনাইটেডের বনিবনা হচ্ছে না বলে গুঞ্জন রয়েছে। চলতি মৌসুম শেষে ম্যানইউয়ের সাথে শেষ হবে পগবার চুক্তির মেয়াদ। পগবাকে ক্লাবের পক্ষ থেকে এখনো নতুন কোন চুক্তির প্রস্তাবও নাকি দেওয়া হয়নি।
পগবার ওল্ড ট্রাফোর্ড ছাড়ার গুঞ্জন নতুন কোন সংবাদ নয়। বরং অনেক দিন ধরেই এই গুঞ্জন বাতাসে ভাসছে। তবে এবার হয়তো গুঞ্জনই সত্যিই হয়ে যাবে। ম্যানচেস্টার ইউনাইটেডের জার্সিতে আর দেখা যাবে না পগবাকে।
জুভেন্টাস পগবাকে নিজেদের ডেরায় ভেড়ানোর দৌড়ে থাকলেও জুভেন্টাস কোচ বলছেন, তিনি নাকি পগাবকে চিনেনই না! সোমবার (১৬ মে) সিরি-আ’তে লাৎসিওর বিপক্ষে ম্যাচ শেষে জুভেন্টাস কোচ অ্যালেগ্রিকে পগবার ফেরা নিয়ে প্রশ্ন করা হয়।
অ্যালেগ্রি পগবাকে নিয়ে মজা করে বলেন, ‘আমি চিনি না তাকে, কে সে? এটা কি কোন ইংরেজী শব্দ? আমি ভুলে গেছি। অনেক বছর হয়ে গেলো তো!”
এদিকে জুভেন্টাস ইতিমধ্যে পগবার এজেন্টের সাথে আলোচনাও করেছে। তবে তারা মৌসুম শেষ না হওয়া পর্যন্ত এ বিষয়ে কোন মন্তব্য করতে রাজি নন। এমনকি আলোচনা পগবাকে নিয়ে হয়েছে কিনা এ বিষয়েও তারা কিছু বলেননি।
পল পগবা ২০১২ থেকে ২০১৬ সাল পর্যন্ত জুভেন্টাসের হয়ে খেলেছেন। চার বছরে ১২৪ ম্যাচে জুভেন্টাসের হয়ে মাঠে নেমেছেন তিনি। যেখানে ২৮ টি গোলও রয়েছে এই ফরাসি মিডফিল্ডারের নামের পাশে।
স্পোর্টসমেইল২৪/এসকেডি/পিপিআর